Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ওসমানী থেকে হাতেনাতে গ্রেপ্তার প্রলয় এখন কারাগারে

admin

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫ | ০৪:৩৬ অপরাহ্ণ | আপডেট: ২০ অক্টোবর ২০২৫ | ০৪:৩৬ অপরাহ্ণ

ফলো করুন-
ওসমানী থেকে হাতেনাতে গ্রেপ্তার প্রলয় এখন কারাগারে

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হাতেনাতে ধরা পড়লেন প্রলয় দে (৪৬)। সবার চোখ ফাঁকি দিয়ে তিনি চুরি করে স্বাস্থ্য সরঞ্জাম নিয়ে পালিয়ে যাচ্ছিলেন।

Manual6 Ad Code

সোমবার (২০ অক্টোবর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশ।প্রলয় দে কোতোয়ালী থানাধীন লালাদিঘীরপাড়ের ১৭৯নং বাসার কানু দে ও মায়া রানী দেও ছেলে।

পুলিশ জানায়, রবিবার বিকেল পৌণে ৪টার দিকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ দেবাশীষের নেতৃত্বে একদল পুলিশ সদস্য হাসপাতালটির পুরাতন ভবনের তৃতীয় তলার ১৩নং ওয়ার্ডের চিকিৎসকের কক্ষ থেকে সার্জিক্যাল আইটেম, ইঞ্জেকশন, স্যালাইন, বøাড গøুকোমিটার চুরি করে পালানোর সময় প্রলয় দে কে গ্রেপ্তার করে।

Manual2 Ad Code

এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানায় মামলা (নং ৪৩/ ১৯/১০/২৫) দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual8 Ad Code

পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

শেয়ার করুন