Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ওসমানী বিমানবন্দরে বিদেশী সিগারেট ও ৬ আইফোন জব্দ

admin

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫ | ১২:২২ অপরাহ্ণ | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ | ১২:২২ অপরাহ্ণ

ফলো করুন-
ওসমানী বিমানবন্দরে বিদেশী সিগারেট ও ৬ আইফোন জব্দ

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত দুই যাত্রীর লাগেজ তল্লাশি করে বিপুল পরিমাণ বিদেশী সিগারেট ও ৬টি আইফোন ১৭ প্রো জব্দ করেছে কাষ্টমস। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে ওসমানী বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২৪৮ ফ্লাইটে দুবাই থেকে আগত দুই যাত্রীর লাগেজ থেকে এসব বিদেশী পণ্য জব্দ করা হয়।

Manual7 Ad Code

সিলেট ওসমানী বিমানবন্দরের সহকারী কাস্টমস কর্মকর্তা মোঃ মুমিনুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস ও গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা মোঃ আবু তৌহিদকে আটক করে তল্লাশী চালিয়ে বিদেশী ব্র্র্যান্ডের বিপুল পরিমাণ সিগারেট ও ৩টি আইফোন জব্দ করা হয়।

Manual5 Ad Code

অপরদিকে আবু তৌহিদকে তল্লাশী করার সময় আরও এক যাত্রী তার লাগেজ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া লাগেজে তল্লাশী চালিয়ে আবু তৌহিদের সমপরিমাণ সিগারেট ও ৩টি আইফোন জব্দ করা হয়। দুইজনের কাছ থেকে ১ লক্ষ ১১ হাজার ৮ শ শলাকা বিদেশী সিগারেট জব্দ করা হয়।

Manual7 Ad Code

জানা যায়, জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকা। মোবাইল ফোন ও সিগারেট রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট যাত্রী বিমানবন্দর ত্যাগ করেন।

শেয়ার করুন