Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজারে ডুবন্ত ট্রলার থেকে উদ্ধার ৬ লাশ স্বজনদের কাছে হস্তান্তর

admin

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৩ | ১১:৫০ পূর্বাহ্ণ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৩ | ১১:৫০ পূর্বাহ্ণ

ফলো করুন-
কক্সবাজারে ডুবন্ত ট্রলার থেকে উদ্ধার ৬ লাশ স্বজনদের কাছে হস্তান্তর

Manual6 Ad Code

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের সৈকতের উত্তরে বাঁকখালী নদীর নাজিরারটেক পয়েন্টে ডুবন্ত মাছ ধরার ট্রলার থেকে ১০ জনের লাশ উদ্ধারের ঘটনায় শনাক্ত হওয়া ছয় জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

Manual5 Ad Code

সোমবার (২৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম, সদর সার্কেল মিজানুর রহমান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেন।

হস্তান্তর করা মৃতরা হলেন মহেশখালীর হোয়ানক ইউনিয়নের ছনখোলা পাড়া গ্রামের মৃত রফিকের ছেলে শামসুল আলম, চকরিয়ার কোনাখালীর জঙ্গল কাঁটা গ্রামের জসিম উদ্দিনের ছেলে তারেক জিয়া, মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের মো. হোসেনের ছেলে নুরুল কবির, শাপলাপুর ইউনিয়নের মিঠাছড়ির জাফর আলমের ছেলে শওকত উল্লাহ, চকরিয়া কোনাখালী ইউনিয়নের জঙ্গল কাঁটা গ্রামের মৃত শাহ আলমের ছেলে শাহজাহান, মহেশখালী শাপলাপুর ইউনিয়নের মিঠাছড়ির মুসা আলীর ছেলে ওসমান গনি।

সদর মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, যাদেরকে চেনার উপায় আছে আর স্বজনদের দাবির সঙ্গে বাস্তবতার মিল পেয়েছি, আমাদের সবার শনাক্ত মতে সেই কয়েকটি লাশ হস্তান্তর করা হয়েছে। বাকি চার লাশ ডিএনএ টেস্ট করার পর হস্তান্তর করা হবে। এখনো এ ঘটনায় মামলা হয়নি।

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

শেয়ার করুন