কমলগঞ্জে তিন পদে নির্বাচিত হলেন যারা

Daily Ajker Sylhet

admin

৩০ মে ২০২৪, ০৫:৪৩ অপরাহ্ণ


কমলগঞ্জে তিন পদে নির্বাচিত হলেন যারা

কুলাউড়া সংবাদদাতা:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোটর সাইকেলর প্রার্থী দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও কৃষি মন্ত্রী উপাধক্ষ্য ড. মো. আব্দুস শহীদের ছোট ভাই ইমতিয়াজ আহমদ বুলবুল, ভাইস চেয়ারম্যান পদে ভাল্প প্রতীকের প্রার্থী হাফেজ এম এ ওয়াহাব, ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্মফুল প্রতীকের প্রার্থী বিলকিস বেগম নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৯ মে) সকাল ৮ টা থেকে ভোট গ্রহন শুরু হলে একটানা চলে ৪ টা পর্যন্ত। পরে শুরু হয় ভোট গণনার কাজ।

এর পর উপজেলা পরিষদ সভাকক্ষে এই তিন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা বির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার জয়নাল আবেদীন এর ঘোষিত ফলাফলে চেয়ারম্যান পদে কৃষি মন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এর ছোট ভাই উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল (মোটরসাইকেল)প্রতিক ৪৬ হাজার ৬শ ৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান (আনারস প্রতিক) ৩০ হাজার ৭শ ১২ ভোট পেয়েছেন ও চয়োরম্যান পদে গীতা রানী কানু (ঘোড়া)প্রতিক ২ হাজার ৭শ ৩২ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে মোঃ আব্দুল ওহাব (বৈদ্যুতিক বাল্ব) প্রতিকে ৩৯ হাজার ৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি নিরঞ্জন দেব (মাইক) ভোট পেয়েছেন ১৪ হাজার ৯শ ৬১ , মোহাম্মদ আলমগীর চৌধুরী (চশমা) ভোট পেয়েছেন ১০ হাজার ৯শ ৩৬, মোঃ সিদ্দেক আলী (তালা) ভোট পেয়েছেন ৮ হাজার ৩শ ২৯, সুনীল কুমার মৃধা (টিউবওয়েল) ৬ হাজার ৯৫ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম (পদ্মফুল) ৪১ হাজার ৬ ৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার প্রতিদ্বন্দি মুন্না দেব রায় (ফুটবল) প্রতীক ৩৫ হাজার ৯শ ৮১ ভোট পেয়েছেন।

Sharing is caring!