কমলগঞ্জে প্রাইভেট কারসহ ভারতীয় নাসির বিড়ি জব্দ
১৩ সেপ্টে ২০২৩, ০৫:১৩ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে ভারতীয় নাসির বিড়ি পাচারকালে প্রাইভেট কারসহ বিড়ি আটক করেছে শমশেরনগর পুলিশ ফাড়ি। মঙ্গলবার গভীর রাত সাড়ে ৪টায় পতনউষারের শরীষতলা এলাকা শমশেরনগর টু কুলাউড়া গামী রাস্তা থেকে গাড়ীসহ বিড়ি জব্ধ করা হয়।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির সূত্রে জানা যায়, ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মো. শামীম আকনজির নির্দেশনায় এসআই কাশী শর্মা ও টিএসআই দীপক রায়সহ একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে শরীষতলা এলাকা থেকে এক লক্ষ ৩৮ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ ভারতীয় সেখ নাসিরুদ্দিন বিড়ি ও একটি ৯০ মডেলের সাদা রংয়ের প্রাইভেটকার জব্দ করা হয়। এ সময় শরীফপুর মানগাও এলাকার গাড়ির চালক কালাম বক্স কামাল (৩০) সহ অজ্ঞাত লোক দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় গাড়ির চালক সহ অজ্ঞাত ব্যক্তিসহ মামলা প্রক্রিয়াধীন।
জব্দকৃত নাসির বিড়ির মুল্য এক লক্ষ ৩৮ হাজার এবং ৯০ মডেলের সাদা রংয়ের প্রাইভেটকার মুল্য দুই লক্ষ টাকাসহ তিন লক্ষ ৩৮ হাজার টাকা। শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মো. শামীম আকনজির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করা হবে।