কমল জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

Daily Ajker Sylhet

admin

৩১ আগ ২০২৪, ১২:২২ অপরাহ্ণ


কমল জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

স্টাফ রিপোর্টার:
প্রতি লিটার ডিজেলের দাম ১ টাকা ২৫ পয়সা। এছাড়া পেট্রোল ও অকটেনের দাম ৬ টাকা কমছে। আজ মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান।

শনিবার (৩১ আগস্ট) সাংবাদিকদের এ তথ্য জানান অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা।

দিন বেলা ১১টার দিকে খুলনার খালিশপুরে অবস্থিত নির্মাণাধীন রুপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প পরিদর্শন করেন উপদেষ্টা।

জ্বালানি উপদেষ্টা জানান, ডিজেলের দাম ১০৬.৭৫ টাকা থেকে ১.২৫ টাকা কমিয়ে ১০৫.২৫ টাকা, অকটেনের দাম ১৩১ টাকা থেকে ৬ টাকা কমিয়ে ১২৫ টাকা এবং পেট্রোলের দাম ১২৭ টাকা থেকে ৬ টাকা কমিয়ে ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

Sharing is caring!