কলেজছাত্রীকে নিয়ে উধাও প্রভাষক, চাকরি থেকে বরখাস্ত

Daily Ajker Sylhet

admin

০৪ জুন ২০২৪, ০৬:০৮ অপরাহ্ণ


কলেজছাত্রীকে নিয়ে উধাও প্রভাষক, চাকরি থেকে বরখাস্ত

রায়পুর সংবাদদাতা:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় প্রেমের ফাঁদে ফেলে কলেজপড়ুয়া দ্বিতীয় বর্ষের ছাত্রীকে (১৮) নিয়ে উধাও হওয়া প্রভাষককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (৪ জুন) দুপুরে রায়পুর রুস্তম আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সাইফুল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিধি মোতাবেক কলেজ পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রভাষক ত্রিদীপ পাটোয়ারীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত ত্রিদীপ পাটোয়ারী ওই প্রতিষ্ঠানের ইংরেজি বিষয়ের প্রভাষক ও নোয়াখালীর বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রভাষক ত্রিদীপ পাটোয়ারী বিবাহিত। তার দুটি সন্তান আছে। কয়েকবছর ধরে তিনি কর্মস্থলের পাশে একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন এবং ছাত্রছাত্রীদের প্রাইভেট পড়ান। একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার পর ওই ছাত্রী ত্রিদীপ পাটোয়ারীর কাছে প্রাইভেট পড়তেন। এরপর তাদের নিয়ে প্রেমের গুঞ্জন ওঠে। গত ২৮ মে কলেজশিক্ষক ত্রিদীপ পাটোয়ারী ছাত্রীকে নিয়ে উধাও হয়। বিভিন্ন জায়গায় খুঁজে না পেয়ে ছাত্রীর মা বাদী হয়ে গত রোববার রায়পুর থানায় একটি অভিযোগ দেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিম ফারুক মজুমদার বলেন, অভিযোগ পাওয়ার পর থেকে শিক্ষককে গ্রেপ্তার ও ছাত্রীকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

Sharing is caring!