Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের দাড়ি কামড়াতে থাকেন সালমান এফ রহমান

admin

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | ০২:২০ অপরাহ্ণ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | ০২:২০ অপরাহ্ণ

ফলো করুন-
কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের দাড়ি কামড়াতে থাকেন সালমান এফ রহমান

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
ঢাকার আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে পুরোটা সময় নিজের দাড়ি কামড়াতে থাকেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৬ মিনিটে ঢাকা মহানগর হাকিম সেফাতুল্লাহর আদালতে তোলা হয় সালমান এফ রহমান, আনিসুল হক, দীপু মনি, হাজি সেলিমসহ অন্য আসামিদের।

Manual4 Ad Code

এসময় হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হ্যান্ডকাফ পরিয়ে হাজতখানা থেকে বের করা হয়। আদালতে তোলার পর হাজি সেলিমের হেলমেট খুলে দেয় পুলিশ। এরপর তাদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানোর শুনানি শুরু হয়। এসময় শুনানির পুরোটা সময় ধরে সালমান এফ রহমান নিজের দাড়ি ডান হাত দিয়ে ধরে মুখে নিয়ে কামড়াতে থাকেন। শুনানির শেষ পর্যন্ত তিনি নিজের দাড়ি হাত দিয়ে ধরে কামড়াতে থাকেন।
শুনানিতে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা তাকে গ্রেফতার দেখানোর আবেদন করলে আদালত আবেদন মঞ্জুর করেন।

Manual7 Ad Code

এছাড়া যাত্রাবাড়ী থানার পৃথক কয়েকটি মামলায় সালমান এফ রহমানসহ ৯ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। অন্যদিকে যাত্রাবাড়ী থানার পৃথক দুই হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ৬ দিন, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে এক হত্যা মামলায় ৩ দিন রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত।

Manual1 Ad Code

গ্রেফতার দেখানো অন্যরা হলেন- সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল ইসলাম, ভোলা- ২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল, ভোলা- ৪ আসনের সাবেক এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ঢাকা- ৭ আসনের সাবেক এমপি হাজী মোহাম্মদ সেলিম।

শেয়ার করুন