Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

কানাইঘাট উপজেলায় নতুন মুখ বিজয়ী

admin

প্রকাশ: ০৫ জুন ২০২৪ | ০৮:৩৫ অপরাহ্ণ | আপডেট: ০৫ জুন ২০২৪ | ০৮:৩৫ অপরাহ্ণ

ফলো করুন-
কানাইঘাট উপজেলায় নতুন মুখ বিজয়ী

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে নতুন মুখ নির্বাচিত হয়েছেন। বিজয়ী প্রার্থী জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোস্তাক আহমদ পলাশ মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৩০২টি ভোট।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য শামসুজ্জামান বাহার (ঘোড়া) পেয়েছেন ২৯ হাজার ৭৬৫টি ভোট।

Manual5 Ad Code

কেন্দ্রগুলোর এজেন্টসহ বিভিন্ন সূত্রে এ ফলাফল জানা গেছে।

সিলেটের বন্যা কবলিত দুটি উপজেলায় বুধবার (৫ জুন) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া শেষ হয় ভোট গ্রহণ। উপজেলা দুটি হচ্ছে- কানাইঘাট ও জকিগঞ্জ।

Manual1 Ad Code

পলাশ ও বাহার ছাড়া কানাইঘাটে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন- বিএনপি নেতা আবুল হারিছ চৌধুরীর চাচাতো ভাই আবুল মনসুর চৌধুরী (হেলিকপ্টার), ব্যবসায়ী বেলাল আহমদ (দোয়াত কলম), সাবেক ছাত্রনেতা খায়ের উদ্দিন চৌধুরী (টেলিফোন), খায়রুল আমিন (আনারস) ও এনামুল হক (কাপ পিরিচ)।

Manual6 Ad Code

শেয়ার করুন