Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কানাডা থেকে ঢাকায় সামিত সোম, নেপাল ও ভারতের বিপক্ষে প্রস্তুতি শুরু আজ

admin

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫ | ১১:৩৭ পূর্বাহ্ণ | আপডেট: ১২ নভেম্বর ২০২৫ | ১১:৩৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
কানাডা থেকে ঢাকায় সামিত সোম, নেপাল ও ভারতের বিপক্ষে প্রস্তুতি শুরু আজ

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ ও ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে কানাডা থেকে বাংলাদেশে এসে পৌঁছেছেন জাতীয় দলের ডিফেন্ডার সামিত সোম।
আগামী ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) ঢাকায় নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে লড়বে লাল-সবুজের দল। গত মঙ্গলবার রাতে কানাডা থেকে ঢাকায় পৌঁছান সামিত। তিনি কাভালরি এফসির হয়ে ১০ নভেম্বর পর্যন্ত খেলেছেন, এরপরই বিমানে চড়ে দেশে ফেরেন।

Manual7 Ad Code

কানাডায় তখন তাপমাত্রা ছিল মাইনাস দুই ডিগ্রির আশেপাশে। সেখান থেকে ঢাকার ২০–২৫ ডিগ্রি সেলসিয়াস উষ্ণ আবহাওয়ায় মানিয়ে নেওয়া যে সহজ হবে না, তা স্বীকার করছেন জাতীয় দলের ফিটনেস কোচরাও। তবু বুধবার (১২ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে দলের অনুশীলনে যোগ দেবেন সমিত সোম।

Manual5 Ad Code

বাংলাদেশের হয়ে সামিতের অভিষেক হয় গত ১০ জুন, সিঙ্গাপুরের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচেই (৯ অক্টোবর) তিনি গোল করে নজর কাড়েন। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে তাকে কতক্ষণ মাঠে রাখবেন কোচ হ্যাভিয়ের কাবরেরা, তা দেখার অপেক্ষা এখন।

এর আগে, মিডফিল্ডার হামজা চৌধুরী গত সোমবারই ঢাকায় এসে দলের অনুশীলনে যোগ দিয়েছেন। ফলে লাল-সবুজ শিবিরে এখন পূর্ণ শক্তির প্রস্তুতি চলছে নেপাল ও ভারতের মুখোমুখি লড়াইয়ের আগে।

Manual2 Ad Code

শেয়ার করুন