Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কারাগারে নেওয়ার পরেই অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

admin

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫ | ১০:৫৯ পূর্বাহ্ণ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ | ১০:৫৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
কারাগারে নেওয়ার পরেই অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

Manual1 Ad Code

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা জেলা কারাগারে তারিক রিফাত (৫৫) নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। আদালতের নির্দেশে জেলা কারাগারে আনার কিছুক্ষণ পর অসুস্থ হয়ে তিনি মারা গেছেন। রোববার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে তারিক রিফাত মারা যান।

Manual1 Ad Code

তারিক রিফাত গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের প্রভুরামপুর গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক ও উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের আহ্বায়ক ছিলেন।

Manual4 Ad Code

তারিক রিফাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন জানান, রোববার বিকেল চারটার দিকে পুলিশ তারিক রিফাত নামের ওই আসামিকে জেলা কারাগারে আনেন। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে কারাগারের ভিতরে নেওয়া হয়। এর কিছুক্ষণ পরই তিনি অসুস্থ বোধ করেন। সঙ্গে সঙ্গে তাঁকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মোহাম্মদ আসিফ জানান, হাসপাতালে আনার আগেই তারিক রিফাতের মৃত্যু হয়েছে। তিনি হৃদরোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত ছিলেন। তার হৃদ্‌যন্ত্রে কয়েকটি রিং পরানো ছিল।

Manual2 Ad Code

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, তারিক রিফাতের বিরুদ্ধে গত বছরের ৫ আগস্টের আগে উপজেলার ফুলপুকুরিয়া এলাকায় হামলা, বিএনপি কার্যালয় ভাঙচুর-অগ্নিসংযোগ, জামায়াত নেতাকে হত্যার চেষ্টা এবং বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি ছিলেন। এসব মামলায় গত ১৯ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়। পরে গত ১৭ নভেম্বর কারাগার থেকে জামিনে মুক্তির পর সেদিন রাতেই তাকে আবারও গ্রেপ্তার করা হয়। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তারিক রিফাতকে পরের দিন ১৮ নভেম্বর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে গত শনিবার বিকেলে তাকে গোবিন্দগঞ্জ থানায় আনা হয়। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

তিনি আরও জানান, তারিক রিফাতের লাশ এখন ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর আইনগত প্রক্রিয়া শেষে তার লাশ স্বজনদের নিকট প্রদান করা হবে।

Manual6 Ad Code

শেয়ার করুন