কালবৈশাখি ঝড়ে ল ন্ড ভ ন্ড সুনামগঞ্জ, আহত ২০

Daily Ajker Sylhet

admin

০১ এপ্রি ২০২৪, ০৪:৫৫ অপরাহ্ণ


কালবৈশাখি ঝড়ে ল ন্ড ভ ন্ড সুনামগঞ্জ, আহত ২০

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে কালবৈশাখি ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। রবিবার (৩১ মার্চ) সাড়ে ১০ টার দিকে জেলা সদর, বিশ্বম্ভপুর, শান্তিগঞ্জ, দিরাই উপজেলার উপর দিয়ে তীব্র গতিতে কালবৈশাখি ঝড় বয়ে যায়। ঝড়ের কবলে গাছপালা ঘরবাড়ি, বৈদ্যুতিক খুঁটি ভাঙাসহ অন্তত ২০ জন মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ঝড়ে শান্তিগঞ্জ উপজেলা পাগলা, কান্দিগাঁও, রায়পুর আসামপুর, বাঘেরকোনাসহ একাধিক গ্রামের শতাধিক কাঁচা ও টিনসেটের ঘরবাড়ি লন্ডভন্ড হয়েছে বলে জান যায়। ঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পাগলাবাজারের। বাজারের সড়কের দুইপাশের অস্থায়ী দোকানপাট ঝড়ের বেগে লন্ডভন্ড হয়ে যায়। বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে সড়কে পড়ে যায়। ঝড়ের কবলে পড়ে নারী শিশুসহ অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে, শহরের কালিবাড়ি এলাকায় চলন্ত সিএনজির উপর গাছ ভেঙ্গে পড়ায় চালকসহ ৫জন আহত হয়েছেন। আহতরা সুনামগঞ্জ সদর উপজেলা লক্ষণশ্রী ইউনিয়নের বৈষভেড় গ্রামের বাসিন্দা বলে জান যায়।

অন্যদিকে, সিলেট সুনামগঞ্জ সড়কের হাছন তোরণ এলাকায় গাছ একাধিক গাছ ভেঙ্গে সড়কে পড়ায় দুইপাশের পরিবহন আটকে তীব্র জানজটের সৃৃষ্টি হয়। ঘণ্টাব্যাপী ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের চেষ্টায় সড়কে জান চলাচল স্বাভাবিক হয়।

সুনামগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নিরুপন রায় চৌধুরী বলেন, ঝড়ের কবলে পড়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে ৫ জন আহতরোগী আসেন। তাদের মধ্য সাদ্দাম নামের এক যুবকের অবস্থা আশঙ্কাজনক। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিকেলে রেফার করা হয়েছে। রয়েল নামের আরেক যুবক হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

পাগলা কান্দিগাঁও গ্রামের বাসিন্দা ইয়াকুব শাহরিয়ার বলেন, এমন ঝড় আর দেখেনি পাগলাবাসী। অনেক ব্যবসা প্রতিষ্ঠান দুমড়েমুচড়ে গেছে। এলাকার অনেক ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।

Sharing is caring!