Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

কাষ্টঘর থেকে মাদকসহ আটক ২৫ জনের পরিচয় মিলেছে

admin

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫ | ০৪:৪৮ অপরাহ্ণ | আপডেট: ১৩ জুলাই ২০২৫ | ০৪:৪৮ অপরাহ্ণ

ফলো করুন-
কাষ্টঘর থেকে মাদকসহ আটক ২৫ জনের পরিচয় মিলেছে

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরীর কাষ্টঘর এলাকায় মাদকের আস্তানায় অভিযান চালিয়েছে পুলিশ। শনিবার (১২ জুলাই) বিকেলে চালানো এই অভিযানে ২৫ জনকে আটক করা হয়। অভিযানের সময় ২২০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ৫৭ হাজার ৫০ টাকা, ৬৯০ পুড়িয়া গাঁজা এবং ১৫৮ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।

Manual7 Ad Code

এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

Manual4 Ad Code

আটককৃতরা হলো, জকিগঞ্জ থানার পাটশাইল গ্রামের মো. বশির মিয়ার ছেলে জাকির হোসেন (৩২), এয়ারপোর্ট থানার বাইশটিলা গ্রামের মো. জালাল মিয়ার ছেলে মো. সফর আলী (৩৫), দেবিদ্বার থানার চান্দিনাবাগুর গ্রামের মো. কাশেম মিয়ার ছেলে মো. আব্দুর রাকিব (২৪), এয়ারপোর্ট থানার বাইশটিলা গ্রামের শুক্কুর মিয়ার ছেলে মনির হোসেন (৩২), কোতোয়ালী থানার কাস্টগড় সুইপার কলোনির মৃত গামা লালের ছেলে আশিক লাল (২২), আখাউড়া রেল কোয়ার্টার এলাকার মতি লালের মেয়ে বুটকি রানী (৫৫), বর্তমানে কাস্টগড় সুইপার কলোনি, বিয়ানীবাজার থানার কাঘাইল গ্রামের মো. শাহাব উদ্দিনের ছেলে মো. দেলোয়ার হোসেন (৩৭), বর্তমানে মহাজনপট্টি, কাস্টগড় সুইপার কলোনির বৌনা লাল বাশফুরের ছেলে পাপ্পু লাল বাশফুর (৩০), দক্ষিণ সুরমা থানার খোঁজারখলা গ্রামের মো. মনির মিয়ার ছেলে মো. মোস্তকিম আহমদ আনন্দ (২০), বর্তমানে তেররতন বাজার উপশহর, কাস্টগড় সুইপার কলোনির উজ্জল বাশফুরের ছেলে অন্তর বাশফুর (২১), মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার পরীনগর রেল কলোনির মতি লাল বাশফুরের ছেলে মিঠুন বাশফুর (৩৮),স্টগড় সুইপার কলোনির ধনু লালের ছেলে লক্ষণ লাল (৪০), কাস্টগড় সুইপার কলোনির সিন্টু লালের ছেলে বিপ্লব লাল (১৯), কুমিল্লা সদরের ছোটরা গ্রামের মৃত বাবুল লালের ছেলে শ্রাবন লাল (২২), জালালাবাদ থানার টিলাগাঁও কোয়ার্টারের চুনী লাল রায়ের ছেলে আকাশ রায় (১৯), জামালগঞ্জ থানার চান্দের নগরের মৃত মফিজুর রহমানের ছেলে আক্তার হোসেন (৪৫), কাস্টগড় সুইপার কলোনির মৃত শঙ্কর লালের ছেলে শুভ লাল (৩৭), ঢাকার নবাবগঞ্জ থানার বামুখাহাটি গ্রামের চিন্টু সরকারের ছেলে আকাশ সরকার (২৫), বর্তমানে ব্লক-ডি, শাহজালাল উপশহর, সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার কলাচানপুর গ্রামের টুনু বর্মনের ছেলে অজিত বর্মন (৩২), বর্তমানে কদমতলী ফেরিঘাট, কাস্টগড় সুইপার কলোনির বিধান লালের ছেলে টিটু লাল (২১), কাস্টগড় সুইপার কলোনির কালু লালের ছেলে মুন্না লাল (৩২), কুমিল্লার তিতাস থানার দৌলবদী গ্রামের মো. জজ মিয়ার ছেলে মো. আল আমিন মিয়া (২৫), বর্তমানে কদমতলী ফেরিঘাট, কাষ্টঘর সুইপার কলোনির মৃত কিশুন লালের ছেলে ওম লাল (১৯), মাদারীপুর জেলার কালকিনী থানার সাহেবরামপুর গ্রামের শাহ আলমের ছেলে সাকিবুল ইসলাম (৩১), বর্তমানে কাজীটুলা ইনছানশাহ রোড, যশোর জেলার কেশবপুর থানার হাসানপুর গ্রামের আনসার আলী শেখের মেয়ে সালমা বেগম (৩২)।

পুলিশ জানিয়েছে, কাষ্টঘর এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন।

Manual7 Ad Code

শেয়ার করুন