Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কুলাউড়ায় অনুপ্রবেশকারীসহ গ্রেফতার ১৫

admin

প্রকাশ: ০৭ জুন ২০২৩ | ০৫:৫০ অপরাহ্ণ | আপডেট: ০৭ জুন ২০২৩ | ০৫:৫০ অপরাহ্ণ

ফলো করুন-
কুলাউড়ায় অনুপ্রবেশকারীসহ গ্রেফতার ১৫

Manual5 Ad Code

কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ও অনুপ্রবেশকারীসহ ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও বিজিবি।

বুধবার (৭ জুন) দুপুরে গ্রেফতারের পর তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

পুলিশ জানায়, উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক ৬ আসামিকে গ্রেফতার করা হয়।

Manual4 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলো- সুমন আহমদ, মো. কামরুল ইসলাম, শামীম মিয়া, জেবুল মিয়া, মো. ময়নুল ইসলাম ও সুমন আহমদ। এদের সবার বাড়ি কুলাউড়া থানার বিভিন্ন এলাকায়।

অপরদিকে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে কর্মধা ইউনিয়ন এলাকা থেকে ৮ অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে বিজিবি।

গ্রেপ্তাররা হলো- মো. আনারুল, মো. আলম মণ্ডল, মো. মামুন, মো. খোরশেদ, মো. জনি, মো. আমদাদ, মো. পালো মালিথা, মো. মনির মুন্সি। এদের সবার বাড়ি কুষ্টিয়া ও বাগেরহাট থানার বিভিন্ন এলাকায়।

Manual5 Ad Code

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

শেয়ার করুন