Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কুলাউড়ায় বিএনপির মনোনয়ন দৌড়ে জয়ী শকু

admin

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫ | ০১:৫৯ অপরাহ্ণ | আপডেট: ০৪ নভেম্বর ২০২৫ | ০১:৫৯ অপরাহ্ণ

ফলো করুন-
কুলাউড়ায় বিএনপির মনোনয়ন দৌড়ে জয়ী শকু

Manual7 Ad Code

কুলাউড়া প্রতিনিধি :
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার জেলার চারটি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ঘোষিত তালিকায় মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শওকতুল ইসলাম শকু।

Manual8 Ad Code

এর আগে এ আসনে একাধিক নেতার মনোনয়ন প্রত্যাশা থাকলেও শেষ পর্যন্ত শওকতুল ইসলাম শকুর নাম চূড়ান্ত হওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।

Manual6 Ad Code

মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় শওকতুল ইসলাম শকু জানান, মৌলভীবাজার-২ আসনে বিএনপির পক্ষ থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এখন সবার সহযোগিতা ও দলীয় ঐক্যই সবচেয়ে জরুরি। প্রত্যেকে যার যার অবস্থান থেকে কাজ করে আমাকে সহায়তা করবেন এটাই প্রত্যাশা।

Manual8 Ad Code

এদিকে, মনোনয়ন ঘোষণার পর থেকেই সামাজিক মাধ্যমে অভিনন্দন বার্তা ও শুভেচ্ছা জানাতে শুরু করেন নেতাকর্মীরা। তাৎক্ষণিকভাবে রাতে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে শহর এলাকায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল শেষে শহরস্থ চৌমুহনীতে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাওছার আহমদ নিপারের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহবায়ক রেদওয়ান খান ও সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী।

Manual6 Ad Code

শেয়ার করুন