Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কোম্পানীগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

admin

প্রকাশ: ১৮ মে ২০২৩ | ০৪:০৪ অপরাহ্ণ | আপডেট: ১৮ মে ২০২৩ | ০৪:০৪ অপরাহ্ণ

ফলো করুন-
কোম্পানীগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

Manual8 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ গুচ্ছগ্রাম থেকে সুজন মিয়া (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ভোলাগঞ্জ রুস্তমপুর গ্রামের আতাবুর রহমান আতাই এর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ মে) ভোরে স্থানীয়রা গুচ্ছগ্রামে মাহমদ আলীর কলোনীর বারান্দার চালের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সুজনের লাশ দেখতে পায়। এ সময় লাশের পা মাটিতে লাগানো ছিল। তারা আরো জানান কলোনির বারান্দার উচ্চতা খুবই কম ছিল। এখানে দাঁড়ালে সে হাত দিয়ে বারান্দার চাল ধরতে পারবে। এ ছাড়াও লাশের পায়ের নিচে একটি প্লাস্টিকের চেয়ারও ছিল।

Manual4 Ad Code

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) আল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল প্রতিবেদন করেছে। লাশ পোস্টমর্টেমের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

শেয়ার করুন