কোস্টারিকাকে হারিয়েছে আর্জেন্টিনা
২৭ মার্চ ২০২৪, ০১:৩১ অপরাহ্ণ
স্পোর্টস ডেস্ক:
শক্তিতে-অর্জনে বিশ্বফুটবলে কোস্টারিকার তেমন বড় নাম নয়। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে তবু দলটি প্রথমার্ধে এগিয়ে ছিল; শেষ পর্যন্ত ব্যবধান ধরে রাখতে পারেনি। আধিপত্য বিস্তার করে ম্যাচ জিতেছে আর্জেন্টিনা।
বাংলাদেশ সময় বুধবার সকালে লস অ্যাঞ্জেলসে ৩-১ গোলে জিতেছে আর্জেন্টিনা।
ডি মারিয়ার সমতাসূচক গোলের পর জয়সূচক গোলগুলো আসে লাউতারো মার্তিনেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের কাছ থেকে।
গত শনিবার এল সালভাদরের বিপক্ষে ৩-০ গোলে জয়ের পর দ্বিতীয় ম্যাচেও ৩ গোলে জয় পেল লিওনেল স্কালোনির দল। আর্জেন্টিনা কোচ হিসেবে ২০১৮ সালে এ মাঠেই নিজের প্রথম ম্যাচে গুয়াতেমালার বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছিল স্কালোনির আর্জেন্টিনা।
এই জয়ে কোস্টারিকার বিপক্ষে আর্জেন্টিনার অপরাজেয় থাকা রেকর্ড অক্ষুণ্ণ থাকল। এ পর্যন্ত দলটির বিপক্ষে আটবারের মুখোমুখিতে ষষ্ঠ জয় পেল আর্জেন্টিনা। বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। এর পাশাপাশি কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে আন্তর্জাতিক বিরতিতে দুটি প্রীতি ম্যাচেই জয় পেল আর্জেন্টিনা।