Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কৌতুক অভিনেতা থেকে রাষ্ট্রনায়ক, কতটা সফল জেলেনস্কি?

admin

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৩ | ০১:৪১ অপরাহ্ণ | আপডেট: ১২ নভেম্বর ২০২৩ | ০১:৪১ অপরাহ্ণ

ফলো করুন-
কৌতুক অভিনেতা থেকে রাষ্ট্রনায়ক, কতটা সফল জেলেনস্কি?

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক:
ছিলেন কৌতুক অভিনেতা, হয়ে গেছেন রাষ্ট্রনায়ক। বলছি ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির কথা। মাত্র বছর দুয়েক আগেও এতটা পরিচিত ছিলেন না জেলেনস্কি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চোখে চোখ রেখে যুদ্ধে নামায় চলে আসেন আলোচনায়। মূলত তার সাহসীকতার কারণে নেটিজেনদের প্রশংসায় ভাসতে থাকেন মাত্র ৪৫ বছর বয়সী এই প্রেসিডেন্ট। রাষ্ট্রপ্রধান হওয়ার আগের জীবনটা রাজনীতি দিয়ে শুরু হয়নি তার।

শুরুতে জেলেনস্কি ছিলেন রুপালি পর্দার নায়ক। অভিনেতা হিসেবে বেশ কিছু ছবি এবং টিভি সিরিজে কাজ করেছেন। মাত্র ১৭ বছর বয়সে কমেডিয়ান হিসেবে অভিনয় শুরু করেন জেলেনস্কি। রাশিয়ান ও ইউক্রেনীয় ভাষার একাধিক টিভি শোতে অংশ নেন।

Manual3 Ad Code

১৯৭৮ সালে ক্রিওয়িজ রিহ শহরে ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার পুরো নাম ভোলোদিমির ওলেক্সান্দ্রোভিচ জেলেনস্কি। আইনে স্নাতক হন কিয়েভ ন্যাশনাল ইকনোমিক ইউনিভার্সিটি থেকে। কিন্তু আইনজীবী হওয়ার আগ্রহ ছিল না তার। তিনি ছিলেন কৌতুক অভিনেতা। মাত্র ১৭ বছর বয়সে কমেডিয়ান হিসেবে অভিনয়ে হাতেখড়ি। এরপর একাধিক টেলিভিশন শোতেও দেখা গেছে তাকে।

জেলেনস্কির ব্যক্তিগত জীবন:
২০০৩ সালে ওলেনা নামের এক মেয়েকে বিয়ে করেন। পরিবারে জেলেনস্কির ছেলে ও এক মেয়ে রয়েছে।
ভোলোদিমির জেলেনস্কির অভিনয়:

Manual4 Ad Code

অভিনয় জীবন শুরু হয় অফিস রোমান্স ও আওয়ার টাইমের মতো চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। ২০০৮ সালে, তিনি ‘লাভ ইন দ্য বিগ সিটি’ ফিচার ফিল্মে কাজের সুযোগ পান।

যেভাবে রাষ্ট্রপ্রধান ভোলোদিমির জেলেনস্কি:
প্রেসিডেন্ট হিসেবে তার স্বপ্ন ধরা দেয় মূলত ২০১৫ সালে। তখন ভোলোদিমির জেলেনস্কি সার্ভেন্ট অব দ্য পিপল নামে একটি শোতে কাজ করেছিলেন। মজার বিষয় হলো, এই শোতে ইউক্রেনের প্রেসিডেন্টের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। তখনো কী জানতেন, তিনিই দেশের প্রেসিডেন্ট হবেন?

Manual8 Ad Code

২০১৯ সালে কোনো অভিজ্ঞতা ছাড়াই প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়িয়ে যান এই কৌতুক অভিনেতা। প্রতিপক্ষকে পরাজিত করে বিপুল ভোটে জয়ী হন। প্রায় ৭৫ শতাংশ ভোট পেয়ে হয়ে যান প্রেসিডেন্ট।

ইউক্রেন যুদ্ধ ইস্যুতে নায়ক বনে যাওয়া এই প্রেসিডেন্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও রয়েছে। নাম আছে প্যান্ডোরা পেপারসেও। অনেকেই তাকে ইউক্রেনীয় ডোনাল্ড ট্রাম্প বলে ডাকেন। কারণ দুজনেরই বিনোদন জগতের সঙ্গে সম্পৃক্ততা ছিল।
শুধু কৌতুক অভিনেতা বা প্রেসিডেন্ট হিসেবেই নয়, চিত্রনাট্যকার হিসেবেও ব্যাপক খ্যাতি আছে জেলেনস্কির।

Manual2 Ad Code

শেয়ার করুন