Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ক্যাম্প ন্যুতে আতলেতিকোর স্বপ্ন ভাঙল বার্সেলোনার জয়

admin

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫ | ১১:৪৬ পূর্বাহ্ণ | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫ | ১১:৪৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
ক্যাম্প ন্যুতে আতলেতিকোর স্বপ্ন ভাঙল বার্সেলোনার জয়

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক:
জিরোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ড্রয়ে এক পয়েন্টে এগিয়ে লা লিগার শীর্ষে উঠেছিল বার্সেলোনা। তবে পরের ম্যাচে শক্তিশালী আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হতে হবে- এ চিন্তায় স্বস্তিতে ছিলেন না কাতালান সমর্থকেরা। কিন্তু আশঙ্কা উড়িয়ে ক্যম্প ন্যুতে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বার্সা। শুরুতে পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত তারা জিতেছে ৩-১ ব্যবধানে।

Manual8 Ad Code

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সেলোনা। তবু ১৯ মিনিটে অ্যালেক্স বায়েনার গোল খেয়ে পিছিয়ে পড়ে হান্সি ফ্লিকের দল। তবে মাত্র ৭ মিনিটের ব্যবধানে পেদ্রির অসাধারণ পাস থেকে রাফিনিয়ার গোল বার্সাকে ম্যাচে ফেরায়।

Manual7 Ad Code

৩৬ মিনিটে লিড পাওয়ার সুযোগ ছিল বার্সার। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন রবার্ট লেভানডফস্কি। বিরতির পর খেলার গতি বাড়ায় বার্সা। ৬৫ মিনিটে লেভার পাস থেকে দানি ওলমোর গোল বার্সাকে এগিয়ে দেয়। যোগ করা সময়ের ৭ মিনিটে ফেরান তোরেসের গোল আতলেতিকোর বড় পরাজয় নিশ্চিত করে।

লা লিগার এ মৌসুমে এখন পর্যন্ত ১৬টি ম্যাচে দলগুলো পিছিয়ে থেকেও জয় পেয়েছে। এর মধ্যে বার্সেলোনাই সবচেয়ে বেশি ৫ বার ঘুরে দাঁড়িয়ে জয় অর্জন করেছে। অন্য কোনো দল দুবারের বেশি এমন কামব্যাক করতে পারেনি।

Manual8 Ad Code

মৌসুমের শুরুতে হারলেও এরপর টানা ১৩ ম্যাচে অপরাজিত ছিল আতলেতিকো। তবে বার্সার মাঠে এসে শেষ পর্যন্ত থামতে হলো তাদের।

১৫ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে রিয়ালের সংগ্রহ ৩৩ পয়েন্ট। আজ রাতে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে জিতলেও বার্সাকে টপকে যেতে পারবে না জাবি আলোনসোর দল। ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ভিয়ারিয়াল এবং ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে চারে আতলেতিকো।

ম্যাচ শেষে বার্সা কোচ হান্সি ফ্লিক বলেন, ‘এই জয় শিরোপা নির্ধারণে ভূমিকা রাখবে কি না পরে বোঝা যাবে, তবে এটা আমাদের অন্যতম সেরা ম্যাচ। ৯০ মিনিট ধরে যেভাবে খেলেছে, তাতে বোঝা যাচ্ছে আমরা আগের ছন্দে ফিরছি।’

Manual8 Ad Code

মুভিস্টারকে দেওয়া সাক্ষাৎকারে রাফিনিয়া বলেন, ‘এ ধরনের ম্যাচ ঘুরিয়ে জিততে হলে এই মানসিকতা ধরে রাখতে হবে। ম্যাচের পর ম্যাচ আমাদের আত্মবিশ্বাস বাড়ছে। মৌসুমের শেষ দিকে এই তিন পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ হবে। এমনকি শিরোপাও নির্ধারণ করে দিতে পারে।’

শেয়ার করুন