Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ক্রিকেট ক্যারিয়ারের অধ্যায় প্রায় শেষ, রাজনীতির পথ এখনও বাকি: সাকিব

admin

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫ | ১১:২৭ পূর্বাহ্ণ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ | ১১:২৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
ক্রিকেট ক্যারিয়ারের অধ্যায় প্রায় শেষ, রাজনীতির পথ এখনও বাকি: সাকিব

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
কখনো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, কখনো আবুধাবি টি-টেন, আবার কখনো আইএল টি-টোয়েন্টি একটা পর আরেকটা ফ্র্যাঞ্চাইজি আসরে খেলেই চলেছেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকলেও দেশের মাটিতে একটি বিদায়ী সিরিজ খেলার আশাই তাকে এখনো খেলে যেতে উদ্বুদ্ধ করছে। তবে পেশাদার ক্রিকেট ক্যারিয়ারের একেবারে শেষ প্রান্তে পৌঁছে যাওয়া এ অলরাউন্ডার জানিয়ে দিয়েছেন, ক্রিকেট ছাড়লেও রাজনীতি চালিয়ে যাবেন তিনি।

Manual4 Ad Code

ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মঈন আলির সঙ্গে ‘বিয়ার্ড বিফোর উইকেট’ পডকাস্টে সাকিব খুলে বলেছেন ক্যারিয়ারের নানা দিক- শুরুর দিনগুলো, ক্রিকেটের বিকাশ, বাংলাদেশ দলের পরিবেশ, এমনকি নিজের অবসর পরিকল্পনাও।

এখনো আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণা না করলেও সাকিবের ইচ্ছে, দেশে ফিরে একটি বিদায়ী সিরিজ খেলা। এরপরই তার মনোযোগ পুরোপুরি থাকবে রাজনীতিতে। গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়া এই সাবেক অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় ক্রিকেট ক্যারিয়ারের অধ্যায় প্রায় শেষ। তবে রাজনীতির পথ এখনও বাকি। বাংলাদেশের মানুষ ও মাগুরাবাসীর জন্য কাজ করাই আমার ইচ্ছা ছিল এবং আছে। দেখা যাক, আল্লাহ আমাকে কোথায় নিয়ে যান।’

Manual4 Ad Code

২০২৪ সালের অগাস্টে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর সাংসদ পদ হারান সাকিব। এরপর দেশের বাইরে অবস্থান করতে থাকা এই তারকা আর দেশে ফিরতে পারেননি। হত্যা মামলাসহ একাধিক মামলার আসামিও হতে হয়েছে তাকে।

বাংলাদেশের জার্সিতে সাকিব শেষ খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে, ভারতের বিপক্ষে কানপুর টেস্টে। ওই ম্যাচের আগেই তিনি জানিয়েছিলেন নিজের অবসর পরিকল্পনা- মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ী টেস্ট এবং চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানতে চান। কিন্তু ইচ্ছাগুলোর কোনোটিই পূরণ হয়নি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্কোয়াডে থাকলেও মাঠে নামা হয়নি। যুক্তরাষ্ট্র থেকে দুবাই পৌঁছানোর পর নিরাপত্তার কারণ দেখিয়ে তাকে দেশে ফিরতে নিষেধ করা হয়। পরবর্তী নানা ঘটনার পর সরকার-ঘনিষ্ঠ নীতিনির্ধারকেরা প্রকাশ্যে জানান, সাকিবকে আর বাংলাদেশে খেলতে দেওয়া হবে না।

Manual1 Ad Code

শেয়ার করুন