Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ক্ষমতাকেন্দ্রিক দানবীয় রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন চাই : নুর

admin

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫ | ০৬:০০ অপরাহ্ণ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ | ০৬:০০ অপরাহ্ণ

ফলো করুন-
ক্ষমতাকেন্দ্রিক দানবীয় রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন চাই : নুর

Manual8 Ad Code

আব্দুল খালিক:
পরিষদের গণঅধিকার কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, পরিবর্তনের সংগ্রামকে সাফল্যে পরিণত করার সময় এসেছে। রাষ্ট্র সংস্কারের পাশাপাশি নিজেদের চিন্তা, সমাজ ও রাজনীতির সংস্কারও জরুরি। ক্ষমতাকেন্দ্রিক যে দানবীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, তা পরিবর্তন করতে হবে। দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনে তরুণদের নতুন রাজনীতিতে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, ফ্যাসিবাদী আগ্রাসনের বিরুদ্ধে জাতির মুক্তির লড়াই চলছে। এই লড়াইয়ে বাংলার মানুষকে বিজয়ী হতে হবে। তিনি আরো বলেন, গণঅধিকার পরিষদ জোটবদ্ধ নির্বাচন করলেও বেশির ভাগ আসনে ট্রাক প্রতীকে দলীয় প্রার্থীরা অংশ নেবেন। তিনি নির্বাচন কমিশনের প্রতীক আইনের প্রশংসা করেন।
গতকাল মঙ্গলবার বিকালে সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) নির্বাচনি আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী অ্যাডভোকেট মো. জাহিদুর রহমানের সমর্থনে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিয়ানীবাজার পৌর শহরের দক্ষিণ বাজারে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন-হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী চৌধুরী আশরাফুল বারী নোমান, সিলেট-১ আসনের প্রার্থী আকমল হোসেন, হবিগঞ্জ-১ আসনের প্রার্থী আহমদ হোসেন জীবন প্রমুখ।

শেয়ার করুন