Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ক্ষমতায় এলে জাতীয় সরকার গঠনের ঘোষণা জামায়াত আমিরের

admin

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫ | ০২:৫৭ অপরাহ্ণ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ | ০২:৫৭ অপরাহ্ণ

ফলো করুন-
ক্ষমতায় এলে জাতীয় সরকার গঠনের ঘোষণা জামায়াত আমিরের

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠনের পরিকল্পনার কথা জানালেন জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ২০০ আসনে এককভাবে বিজয়ী হলেও দেশের স্বার্থ ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে জামায়াত জাতীয় সরকারই গঠন করবে।

Manual4 Ad Code

সোমবার (৮ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

Manual6 Ad Code

বৈঠকে ইইউ প্রতিনিধিরা রোহিঙ্গা সমস্যা, সবার নিরাপত্তা, নির্বাচনী ইশতেহার ও নির্বাচন পরবর্তী ১০০ দিনের পরিকল্পনা সম্পর্কে জানতে চান। এ সময় জামায়াত আমির তাদের আশ্বস্ত করে বলেন, ক্ষমতায় এলে তার দল ‘অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ’ গড়ে তুলবে।

তিনি বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক শক্তিকে বাদ দেব না। দেশের অর্থনীতি পুনরুদ্ধার, স্থিতিশীলতা প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিত এবং দুর্নীতি রোধে আগামী পাঁচ বছর জাতীয় সরকার প্রয়োজন।’

Manual6 Ad Code

জাতীয় সরকারে যুক্ত হওয়ার জন্য দুটি শর্তও উল্লেখ করেন-১. কেউ দুর্নীতি করবেন না এবং দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না; ২. সবার জন্য সমান বিচার নিশ্চিত করা হবে এবং বিচারব্যবস্থায় কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না।

নির্বাচন ও গণভোট একসঙ্গে করার বিষয়ে তিনি বলেন, দেশে ভোটারদের সচেতনতা এখনো পর্যাপ্ত নয়; একই দিনে দুটি ভোটগ্রহণ হলে উভয় প্রক্রিয়ার ক্ষতি হওয়ার ঝুঁকি থাকে। তাই দুটি নির্বাচন আলাদা করার পরামর্শ দেন তিনি।

ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘আমরা মনে করি নির্বাচন নির্ধারিত সময়েই, ফেব্রুয়ারিতেই হওয়া উচিত।’

Manual2 Ad Code

সংখ্যানুপাতিক (পিআর) ভোটব্যবস্থার প্রতি দলের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, জনগণের স্বার্থেই এই পদ্ধতির দাবি জানানো হয়েছে এবং ক্ষমতায় গেলেও পিআর বাস্তবায়নে থাকবেন প্রতিশ্রুতিবদ্ধ।

রাজনীতিতে ধর্ম ব্যবহারের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ধর্ম তাদের চিন্তা ও চেতনার অংশ, ব্যবহার করার উপকরণ নয়। ‘আমরা ধর্মকে কাজে লাগাই না; যারা নির্বাচন এলে টুপি-তসবিহ নিয়ে হাজির হন, তারা ধর্মকে ব্যবহার করেন’, মন্তব্য করেন তিনি।

শেয়ার করুন