খরা তাপে উড়ছে শিমুল তুলা
২২ এপ্রি ২০২৪, ১২:৪৬ অপরাহ্ণ
রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলাগুলোতে তাপমাত্রা ৪০ এর কাছাকাছি। যেন রোদ ও খরা তাপে শিমুল গাছের ফল ফেটে তুলো বের হচ্ছে। মাত্র কয়েকদিন আগে ছিল এই গাছে শিমুল ফুলে ফুলে ভর্তি। এখন আবার পুরো গাছে কচি পাতার ফাঁকে ফাঁকে ফল থেকে রোদের তাপে বের হয়ে আসছে তুলো। এখন এসব তুলো বিভিন্ন সড়কে বা গ্রামে গ্রামে গাছ থেকে ছুটে ছুটে উড়ে বেড়াচ্ছে। ছবিগুলো সকালে রাজশাহী নগরীর বাইপাস এলাকা থেকে তোলা।