Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

‘খালেদা জিয়ার জন্য বিদেশি চিকিৎসক আনতে বাধা নেই’

admin

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৩ | ০৫:১৬ অপরাহ্ণ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৩ | ০৫:১৬ অপরাহ্ণ

ফলো করুন-
‘খালেদা জিয়ার জন্য বিদেশি চিকিৎসক আনতে বাধা নেই’

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনার বিষয়ে অনুমতি দিয়েছে আইন মন্ত্রণালয়। ফলে বেগম জিয়ার চিকিৎসার জন্য বিদেশি চিকিৎসক আনতে আর কোনো বাধা রইলো না।

Manual6 Ad Code

মঙ্গলবার (২৪ অক্টোবর) আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে এ তথ্য জানান।

Manual6 Ad Code

আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়ার ঢাকার চিকিৎসকদের পক্ষ থেকে বিদেশি চিকিৎসক আনার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের তিন চিকিৎসকের আসার অনুমতি দেওয়া হয়েছে।

সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের তিন চিকিৎসক। আগামীকাল বুধবার তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

তারা হলেন-যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালের ডা. হামিদ আহমেদ আব্দুর রব, ডা. ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস ও ডা. জেমস পিটার অ্যাডাম হ্যামিলটন।

Manual1 Ad Code

উল্লেখ্য, গত ৯ আগস্ট রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এখন তার লিভার, হৃদযন্ত্র ও কিডনির সমস্যা জটিল অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Manual8 Ad Code

এর আগে দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়। ২০২০ সালের ২৫ মার্চ তাকে নির্বাহী আদেশে ছয় মাসের জন্য মুক্তি দেওয়া হয়। এরপর থেকে তার মুক্তির মেয়াদ বাড়িয়ে বাড়িয়ে কারাগারের বাইরে নিজ বাসায় রাখা হচ্ছে তাকে। এপর্যন্ত মোট আটবার তার শর্তসাপেক্ষ মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে।

শেয়ার করুন