Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘ক্রিটিক্যাল তবে স্থিতিশীল’: ডা. তাসনিম জারা

admin

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫ | ০২:১৬ অপরাহ্ণ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ | ০২:১৬ অপরাহ্ণ

ফলো করুন-
খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘ক্রিটিক্যাল তবে স্থিতিশীল’: ডা. তাসনিম জারা

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘ক্রিটিকাল তবে স্থিতিশীল’ বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।

Manual4 Ad Code

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখে এসে সাংবাদিকদের তিনি বলেন, ‘সতর্কতা মেনে আমার উনাকে (খালেদা জিয়া) দেখার সুযোগ হয়েছে। উনি সজ্ঞানে আছেন, সজাগ আছেন। চিকিৎসক এবং নার্স উনাকে যে নির্দেশনা দিচ্ছে সেগুলো তিনি ফলো করতে পারছেন। তার শারীরিক অবস্থা ক্রিটিকাল তবে ফাইট করছেন।’

Manual3 Ad Code

তিনি আরও বলেন, ‘উনি দলমত সবকিছুর ঊর্ধ্বে উঠে সবসময় ফাইট করেছেন, সহনশীলতার প্রতীক ছিলেন। আমরাও দলমত নির্বিশেষে উনার জন্য দোয়া করবো।’

তাসনিম জারা আরও জানান, খালেদা জিয়ার অবস্থা ক্রিটিকাল, তবে স্থিতিশীল। তিনি অ্যাডভান্সড ট্রিটমেন্ট পাচ্ছেন। সকলের কাছে উনার জন্য দোয়ার আবেদনও জানান তিনি।

এর আগে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

Manual4 Ad Code

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘সবাই দোয়া করবেন উনার জন্য। দেশ গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছে—উনি যেন সেটা নিজের চোখে দেখে যেতে পারেন। শেখ হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত উনি যেন বেঁচে থাকেন। শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় খালেদা জিয়াকে সঠিকভাবে চিকিৎসা করতে দেওয়া হয়নি। দেশবাসীর কাছে উনার জন্য দোয়া চাই।’

Manual1 Ad Code

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘দোয়া চাওয়া ছাড়া আমাদের করার কিছু নেই। দেশবাসীসহ সবার কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চাই।’

শেয়ার করুন