Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

খুনের ‘মাস্টার মাইন্ড’ পুলিশের জালে

admin

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৩ | ০৫:২১ অপরাহ্ণ | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৩ | ০৫:২১ অপরাহ্ণ

ফলো করুন-
খুনের ‘মাস্টার মাইন্ড’ পুলিশের জালে

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
গত ২১ আগস্ট সিলেটের কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন চাচা ও চাচাতো ভাইরা পিটিয়ে নৃশংসভাবে কামিল আহমদ নামে এক যুবককে হত্যা করে। ওই দিন রাত ১০টার দিকে উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের বাণীগ্রামে এ ঘটনা ঘটে।

Manual5 Ad Code

আশঙ্কাজনক অবস্থায় কামিল আহমদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

Manual5 Ad Code

সেই হত্যাকাণ্ডের ‘মাস্টার মাইন্ড’ তোতা মিয়াকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। কানাইঘাট থানাপুলিশ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে তাকে গ্রেপ্তার করে। তোতা মিয়া কানাইঘাটের নিজ বানিগ্রাম এলাকার মজিদ আলীর ছেলে।

Manual3 Ad Code

সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো. সম্রাট তালুকদার জানান- খুন হওয়া কামিলের সঙ্গে তার চাচা আলা উদ্দিন আলাইয়ের (৫৫) জমি নিয়ে বিরোধ ছিলো। তোতা মিয়ার পরিকল্পনায় এলাকার কয়েকজন কামিল আহমদের জমিজমা দখলের পায়তারা করে। প্রায় ৩ মাস আগে স্থানীয় ছয়ফুল আলম নামের এক সৌদিআরব থেকে দেশে এসে কামিলের সাথে পূর্বের বিরোধ নিষ্পত্তি করে তার সাথে অন্তরঙ্গ সম্পর্ক গড়ে তুলেন। এরপর পূর্ব পরিকল্পনা মোতাবেক ২১ আগস্ট রাত ১০টার দিকে কামিল আহমদ গাছবাড়ী বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে নিজ বানীগ্রাম এলাকার সমছুর উদ্দিনের বাড়ির সামনে পৌঁছামাত্র আগে থেকে ওৎ পেতে থাকা আসামিরা দা, রড, সুলফি, চাকু দিয়ে কামিল আহমদকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে গুরুতর আহত করে।

পরে কামিলকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গেলে সেখানে রাত ২টার দিকে মারা যান তিনি।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তোতা মিয়া এ ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Manual2 Ad Code

শেয়ার করুন