Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, জনতার ধাওয়ায় পালালো কর্মীরা

admin

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫ | ১১:২২ পূর্বাহ্ণ | আপডেট: ১২ নভেম্বর ২০২৫ | ১১:২২ পূর্বাহ্ণ

ফলো করুন-
খুলনায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, জনতার ধাওয়ায় পালালো কর্মীরা

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
খুলনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল ও টায়ার পুড়িয়ে বিক্ষোভের চেষ্টাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে সোনাডাঙ্গা ও লবণচোরা থানা এলাকায় এসব ঘটনা ঘটে। স্থানীয় জনতার ধাওয়ায় পালিয়ে যায় সংশ্লিষ্টরা।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে লবণচোরা থানার বিশ্বরোড এলাকায় দুই মোটরসাইকেলে চারজন এসে টায়ার জ্বালিয়ে স্লোগান দেয়। এলাকাবাসী এগিয়ে এলে তারা দ্রুত পালিয়ে যায়।

Manual3 Ad Code

এর কিছুক্ষণ পর রাত সাড়ে ৯টার দিকে সোনাডাঙ্গা থানার পাওয়ার হাউজ মোড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিলের চেষ্টা করলে স্থানীয়রা তাদের ধাওয়া দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে।

Manual7 Ad Code

লবণচোরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বলেন, ‘টায়ার পুড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হয়েছিল, তবে আমরা পৌঁছানোর আগেই তারা পালিয়ে যায়।’ খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রাশিদুল ইসলাম খান জানান, ঘটনাস্থল থেকে সন্দেহভাজন তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Manual4 Ad Code

শেয়ার করুন