Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

গণপিটুনিতে ডাকাত নিহত

admin

প্রকাশ: ২৭ মার্চ ২০২৪ | ০১:২১ অপরাহ্ণ | আপডেট: ২৭ মার্চ ২০২৪ | ০১:২১ অপরাহ্ণ

ফলো করুন-
গণপিটুনিতে ডাকাত নিহত

Manual4 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাই উপজেলায় গণপিটুনিতে হিরাজ মিয়া (৪৫) নামে এক ডাকাত নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে উপজেলার বুল্লা ইউনিয়নের গোয়াকারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ডাকাত হিরাজ মিয়া (৪৫) হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামের জজ মিয়ার ছেলে।

Manual6 Ad Code

বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল খায়ের জানান, রাত অনুমান ১২টার দিকে ওই স্থানে কয়েকজন ডাকাত মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহন থামিয়ে ডাকাতি করছিল। এ সময় গ্রামবাসী ডাকাত দলকে ধাওয়া দেয়। জনতার ধাওয়া খেয়ে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও হিরাজ মিয়া জনতার হাতে আটক হয়। এ সময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিলে সে গুরুতর আহত হয়।

ওসি আরও জানান, গুরুতর আহত অবস্থায় হিরাজ মিয়াকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

Manual2 Ad Code

তিনি জানান, নিহত হিরাজ মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি ডাকাতির মামলা রয়েছে। তার মরদেহ হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে আছে বলেও জানান তিনি।

Manual2 Ad Code

শেয়ার করুন