Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

গাজার শিশুদের কষ্ট দেখে যা বললেন ম্যাডোনা

admin

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫ | ০১:০৫ অপরাহ্ণ | আপডেট: ১২ আগস্ট ২০২৫ | ০১:০৫ অপরাহ্ণ

ফলো করুন-
গাজার শিশুদের কষ্ট দেখে যা বললেন ম্যাডোনা

Manual7 Ad Code

বিনোদন ডেস্ক :
গাজায় দীর্ঘদিন ধরে আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরাইল। এই আগ্রাসনের ফলে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেখানকার শিশুরা। আর শিশুদের এই কষ্ট সহ্য করতে পারছেন না মার্কিন পপস্টার ম্যাডোনা। তিনি পোপ লিওর প্রতি আবেদন জানিয়ে বলেছেন, দয়া করে গাজায় যান এবং অনেক দেরি হয়ে যাওয়ার আগেই আপনার আলো শিশুদের কাছে পৌঁছে দিন।

Manual2 Ad Code

ইনস্টাগ্রামে এক পোস্টে ম্যাডোনা বলেন, একজন মা হিসেবে তাদের কষ্ট দেখে আমি সহ্য করতে পারছি না। এই শিশুরা আমাদের সবার।

পপতারকা বলেন, আমাদের মধ্যে একমাত্র আপনিই একজন যাকে গাজায় প্রবেশে বাধা দেওয়া যাবে না। এই নিষ্পাপ শিশুদের বাঁচাতে আমাদের মানবিক দরজাগুলো সম্পূর্ণরূপে খুলে দেওয়া দরকার।

Manual1 Ad Code

প্রয়াত পোপ ফ্রান্সিসের মতোই পোপ লিও দায়িত্ব গ্রহণের পর থেকেই গাজার ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে বিবৃতি দিয়ে আসছেন।

গাজায় প্রায় দুই বছর ধরে আগ্রাসন চলছে। সেখানে কয়েক মাস ধরে অবরোধ জারি করে রাখার কারণে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। শিশুরা অনাহার এবং অপুষ্টিতে প্রাণ হারাচ্ছে। সম্প্রতি গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় সামান্য।

Manual5 Ad Code

এদিকে গাজা নিয়ন্ত্রণে নিলেই যুদ্ধ বন্ধ হবে বলে মন্তব্য করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা শহরের নিয়ন্ত্রণ নেওয়া এবং হামাসের অবস্থিত শক্ত ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করার লক্ষ্যে নেওয়া পরিকল্পনার পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, যুদ্ধ শেষ করার সর্বোত্তম উপায় হলো গাজার নিয়ন্ত্রণ নেওয়া।

তবে নেতানিয়াহু সরকারের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা সংঘাত সম্প্রসারণ এবং গাজা শহর দখলের পরিকল্পনা ঘোষণা করার পর থেকে বিশ্বজুড়ে তীব্র সমালোচনা হচ্ছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নেতানিয়াহু বলেন, এটাই যুদ্ধ শেষ করার সর্বোত্তম উপায় এবং দ্রুত এটি শেষ করার সর্বোত্তম উপায়।

Manual5 Ad Code

শেয়ার করুন