স্পোর্টস ডেস্ক:
ফুটবলে বা পায়ের জাদুতে গোটা বিশ্বে খ্যাতি কুড়িয়েছেন লিওনেল মেসি। বিশ্বের প্রায় সর্বত্রই ছড়িয়ে আছে তার অসংখ্য ভক্ত সমর্থক। যারা সব সময় খোঁজ রাখেন তাদের প্রিয় তারকার। মেসিও হতাশ করেন না ভক্তদের। দারুণ ফুটল শৈলী দেখিয়ে নিত্য নতুন রেকর্ড ও অর্জনে সমৃদ্ধ করেন নিজের ক্যারিয়ার।
দীর্ঘ ক্যারিয়ারে ফুটবলে সম্ভাব্য সব অর্জন আছে মেসির। রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার তিনি। এমন তারকাকে নিয়ে তাই সমর্থকদের আগ্রহের শেষ নেই। মেসি যেখানে তার সমর্থকরাও সেখানে। যার প্রমাণ মিলে ২০২৪ সালে গুগলে সর্বোচ্চ সার্চ করার তালিকা দেখলে।
সার্চ ইঞ্জিন গুগলে ২০২৪ সালে সবচেয়ে বেশি খোঁজ করা ফুটবল দলের তালিকাতে এখন সবার ওপরে অবস্থান করছে মেসির ক্লাব ইন্টার মায়ামি। আর সব ধরনের খেলা বিবেচনায় নিলে মায়ামি আছে তিন নম্বরে।
এই তালিকায় অবশ্য মেসির একটি নয়, দুটি দল আছে। আরেকটি হচ্ছে মেসির জাতীয় দল আর্জেন্টিনা। এ বছর কোপা আমেরিকা জেতা আর্জেন্টিনা ফুটবল দল হিসেবে আছে তিন নম্বরে, সব মিলিয়ে অবস্থান আটে।
সম্মিলিত তালিকায় গুগল সার্চে সবচেয়ে দাপট দেখানো দুটি দলই মেজর লিগ বেসবলের (এমএলবি)। যুক্তরাষ্ট্রভিত্তিক সেই দল দুটি হচ্ছে নিউইয়র্ক ইয়াঙ্কিস ও লস অ্যাঞ্জেলেস ডজার্স। এই দুটি দলের পরই অবস্থান মায়ামির। গত মৌসুম অম্লমধুর কাটানো মায়ামি মেসির কারণেই মূলত বছরজুড়ে আলোচনায় ছিল। মেসির কারণেই যে মায়ামিকে গুগলে বারবার খোঁজা হয়েছে, তা আলাদা করে বললেও চলছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।