Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

গোয়াইনঘাটে ‘আল আমিন’ হত্যা মামলায় জড়িত ০১ জনকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার

admin

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫ | ০২:২৪ অপরাহ্ণ | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ | ০২:২৪ অপরাহ্ণ

ফলো করুন-
গোয়াইনঘাটে ‘আল আমিন’ হত্যা মামলায় জড়িত ০১ জনকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার

Manual4 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তি:
সিলেট জেলার গোয়াইনঘাট থানাধীন ঠাঁকুরবাড়ি এলাকার বাসিন্দা। ভিকটিমের চাচী ০১নং বিবাদীর নিকট থেকে জমি ক্রয় করলেও রেজিস্ট্রি করে বুঝিয়ে দেয়নি।

উক্ত বিষয়ে সাফ কবলা রেজিস্ট্রি দলিল করে দেওয়ার জন্য বার বার অনুরোধ করা স্বত্বেও বিবাদী রেজিস্ট্রি দিতে অস্বীকার করে এবং ভিকটিমের চাচীর নিকট বিক্রিত জমি জবর দখল করার হুমকি প্রদান করেন। এরই প্রেক্ষিতে ঘটনার দিন গত ২৯/১০/২০১৫ ইং তারিখ সকাল অনুমান ০৯.০০ ঘটিকার সময় পূর্ব পরিকল্পিতভাবে ০১নং বিবাদী হস্তান্তরকৃত জমি দখল করার জন্য এজাহারনামীয় বিবাদীগণ ও অজ্ঞাতনামা ১০/১৫ জন রামদা, স্টিলের পাইপ, কাঠের রোল ও বাঁশের লাঠি নিয়ে উক্ত জমিতে যায়। ০১নং বিবাদীর হুকুমে অন্যান্য বিবাদীগণ ভিকটিম আল আমিন উদ্দিন, মুসলিম উদ্দিন, শামীম আহমদ ও আব্দুল মতিন এর উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা করে মারাত্মক রক্তাক্ত জখম করে।

Manual8 Ad Code

পরবর্তীতে ভিকটিমদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম আল আমিন উদ্দিনকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে সিলেট জেলার গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
উক্ত ঘটনায় সিলেটসহ সারা দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

Manual2 Ad Code

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সদর কোম্পানি, সিলেট এবং র‌্যাব-১১, নারায়ণগঞ্জ এর একটি যৌথ আভিযানিক দল গত ০৮ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ আনুমানিক সন্ধা ১৭.১৫ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন শিয়ারচর এলাকায় অভিযান পরিচালনা করে সিলেট জেলার গোয়াইনঘাট থানার মামলা নং-৩০, তারিখ- ৩০/১০/২০২৫, ধারা- ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/ ৩০২/৩০৭/৩৫৪/১১৪/৫০৬(২)/৩৪ পেনাল কোড ১৮৬০; এর মূলে সিলেটের গোয়াইনঘাটে আল আমিন হত্যা মামলার ০৩নং পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি- সিদ্দিক উল্লাহ (৪৫), পিতা- মৃত রুস্তম আলী, সাং- লাঠি, থানা- গোয়াইনঘাট, জেলা- সিলেট।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উক্ত মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

 

শেয়ার করুন