Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

গোয়াইনঘাটে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ : যুবক আটক

admin

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫ | ০৯:১২ অপরাহ্ণ | আপডেট: ১১ অক্টোবর ২০২৫ | ০৯:১২ অপরাহ্ণ

ফলো করুন-
গোয়াইনঘাটে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ : যুবক আটক

Manual8 Ad Code

গোয়াইনঘাট সংবাদদাতা:
সিলেটের গোয়াইনঘাটে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। শনিবার (১১ অক্টোবর) ভোরে উপজেলার জাফলং এলাকা থেকে গোয়াইনঘাট থানার এসআই সৈয়দ তারিকুল ইসলামের নেতৃত্বে তাকে আটক করা হয়।

Manual3 Ad Code

আটককৃত যুবক উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের লামা সাতাইন গ্রামের জমিল মিস্ত্রীর ছেলে জুনেদ আহমেদ (২২)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত রবিবার রাতে শিক্ষার্থীর মা প্রয়োজনীয় কাজে বাজারে গেলে বাড়ি ফাঁকা পেয়ে পার্শ্ববর্তী বাড়ির অভিযুক্ত যুবক জুনেদ আহমদ ওই শিক্ষার্থীকে রাত ১০ টার দিকে একা পেয়ে ধর্ষণ করে এবং ঘটনাটি কাউকে না জানাতে ভয়ভীতি দেখায়।

Manual8 Ad Code

ঘটনার প্রায় এক সপ্তাহ পর শুক্রবার দিবাগত রাতে শিক্ষার্থীর মা গোয়াইনঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

Manual2 Ad Code

ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার সকালে জুনেদকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে গোয়াইনঘাট থানা পুলিশ।

Manual4 Ad Code

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম তালুকদার বলেন, শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়ার পরই থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আসামীকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে এবং ভিকটিমকে ওসিসির জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন