Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ আটক ৫

admin

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৩ | ০৪:১৫ অপরাহ্ণ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৩ | ০৪:১৫ অপরাহ্ণ

ফলো করুন-
গোয়াইনঘাটে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ আটক ৫

Manual6 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সার্বিক দিক নির্দেশনায় গোয়াইনঘাট থানা পুলিশ মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করছে। থানা পুলিশ নিয়মিত মাদক ব্যবসায়ী ও জুয়াড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে।

Manual3 Ad Code

এরই ধারাবাহিকতায় টিম গোয়াইনঘাট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের রসুলপুর গ্রামের বাগানে অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জামসহ ৫ জুয়াড়িকে আটক করে।

Manual2 Ad Code

আটককৃতরা হলো সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার রাজাপুর গ্রামের রমযান আলীর ছেলে শাহুিনুর, একই গ্রামের মৃত নুরুল হকের ছেলে হেলু মিয়া, লক্ষীপুর গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে জিয়াউল হক, পলাশ নগর গ্রামের নুর হোসেনের ছেলে আবু তাহের ও পূর্ব জাফলং ইউনিয়নের চৈলাখেল ৮ম খন্ডের রহম আলীর ছেলে শাহজাহান মিয়া।

এব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সার্বিক দিক নির্দেশনায় গোয়াইনঘাট থানা পুলিশ মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় টিম গোয়াইনঘাট থানা পূর্ব জাফলং ইউনিয়নের রসুলপুর বাগানে অভিযান পরিচালনা করে জুয়ার সরঞ্জামসহ ৫ জুয়াড়ি আটক করেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

Manual2 Ad Code

শেয়ার করুন