গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধসহ আটক ২

Daily Ajker Sylhet

admin

২৬ এপ্রি ২০২৪, ০৬:৩৬ অপরাহ্ণ


গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধসহ আটক ২

গোয়াইনঘাট সংবাদদাতা:
সিলেটের গোয়াইনঘাট ৮ লক্ষাধিক টাকার ভারতীয় ঔষধসহ ২ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভোরে উপজেলার ফতেপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, বিন্নাকান্দির আব্দুল জলিলের পুত্র কাদির আজাদ (২২) ও বড়নগর মৃত আহমদ আলীর পুত্র দুলাল আহমেদ (২৮)।

আটকের পরে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার দুপুর পৌনে ১২টায় গোয়াইনঘাট থানার মিডিয়া এসআই জাহাঙ্গীর আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে ভারতীয় ঔষধসহ ২ অপরাধী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Sharing is caring!