গোয়াইনঘাট সংবাদদাতা:
সিলেটের একটি থানার একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে দায়িত্ব দেওয়ার মাত্র দুই দিনের মাথায় ফের বদলি করা হয়েছে। সেই কর্মকর্তার নাম মো. আব্দুল আহাদ। তিনি গোয়াইনঘাট থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পাওয়ার পরপরই তাকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (প্রশাসন) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।
বিভিন্ন সূত্রে জানা গেছে, এর আগে মঙ্গলবার (২ ডিসেম্বর) সারাদেশের থানাগুলোতে ওসিদের লটারির মাধ্যমে নতুন করে পদায়ন করা হয়। সেই তালিকায় গোয়াইনঘাট থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব পান আব্দুল আহাদ। তিনি পূর্বেও একই থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেন। তবে তার আগের দায়িত্বকালীন কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা দেখা দিলে নতুন করে আবার তাকে গোয়াইনঘাটে পাঠানো নিয়ে প্রশ্ন ওঠে। ঠিক সেই সমালোচনার মাঝেই হঠাৎ আদেশ পরিবর্তন করে তাকে চট্টগ্রামে বদলি করা হয়।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (প্রশাসন) স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তিনি নতুন কর্মস্থলে যোগদান না করলে আগামী ৭ ডিসেম্বর থেকে তাকে তাৎক্ষণিক অব্যাহতি হিসেবে গণ্য করা হবে।
উল্লেখ্য, ২০১৯ সালে গোয়াইনঘাট থানার ওসি হিসেবে দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য আব্দুল আহাদ ‘শ্রেষ্ঠ ওসি’ সম্মাননা লাভ করেন। তার নেতৃত্বে এলাকায় অপরাধ দমন কার্যক্রমে উল্লেখযোগ্য সফলতা এলেও, ২০২১ সালে দুর্নীতি দমন আইনে মামলা দায়ের ও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগের ঘটনায় তিনি ব্যাপক বিতর্কের মুখে পড়েন।
এদিকে গত মঙ্গলবার পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, সম্প্রতি লটারির মাধ্যমে দেশের ৫২৭টি থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে। এতে সিলেট জেলার ৩৯টি থানা নতুন ওসি পেয়েছে।