গোলাপগঞ্জে আগুনে পুড়লো দোকানসহ দুটি সিএনজি অটোরিকশা

Daily Ajker Sylhet

admin

০৯ মে ২০২৩, ১১:৩৫ পূর্বাহ্ণ


গোলাপগঞ্জে আগুনে পুড়লো দোকানসহ দুটি সিএনজি অটোরিকশা

গোলাপগঞ্জ সংবাদদাতা:
সিলেটের গোলাপগঞ্জে আগুনে একটি দোকানসহ দুটি সিএনজি অটোরিকশা পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৯ মে) ভোরে উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের শিলঘাট সোনারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে শিলঘাট সোনারপাড়া গ্রামের ডালিম উদ্দিনের একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে দোকানের ভেতরে থাকা তার দুটি সিএনজি অটোরিকশাও পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ লিয়াকত বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে পৌনে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট অথবা সিএনজি অটোরিকশার গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।

Sharing is caring!