গোলাপগঞ্জে ন্যায্যমূল্যের দোকান পরিদর্শনে স্থানীয় সরকারের উপপরিচালক সুবর্না

Daily Ajker Sylhet

admin

২৭ নভে ২০২৪, ০৫:০৩ অপরাহ্ণ


গোলাপগঞ্জে ন্যায্যমূল্যের দোকান পরিদর্শনে স্থানীয় সরকারের উপপরিচালক সুবর্না

গোলাপগঞ্জ সংবাদদাতা:
গোলাপগঞ্জে সাধারণ মানুষের কথা বিবেচনা করে গোলাপগঞ্জে চালু করা হয়েছে ন্যায্যমূল্যের দোকান। উপজেলা প্রশাসনের তথ্যাবধানে চালু হওয়া এই ব্যবসাপ্রতিষ্টানটি বেশ জনপ্রিয় হয়ে উঠছে।

বাজারে যখন শাক-সবজি ও তরি-তরকারিতে অগ্নিমূল্য ঠিক তখই এ দোকানটি চালু করা হয়। তার পাশে আরো একটি ন্যায্যমূল্যের দোকান খোলা হয়েছে।

উপজেলা সদরের ভেতরের বাজারে চালু হওয়া এই দোকানটি মঙ্গলবার পরিদর্শন করেন সিলেটের স্থানীয় সরকার উপপরিচালক সুবর্না সরকার।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ এবং ন্যায্যমূল্যের দোকান হাফসানা এন্ড ব্রাদ্রাড়সের সত্বাধীকারী মাহিন আহমদ।

Sharing is caring!