Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে আওয়ামী লীগের মিছিল, সাবেক ভূমিমন্ত্রীসহ ১৩৮ জনের বিরুদ্ধে মামলা

admin

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫ | ০১:০৮ অপরাহ্ণ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ | ০১:০৮ অপরাহ্ণ

ফলো করুন-
চট্টগ্রামে আওয়ামী লীগের মিছিল, সাবেক ভূমিমন্ত্রীসহ ১৩৮ জনের বিরুদ্ধে মামলা

Manual7 Ad Code

চট্টগ্রাম সংবাদদাতা :
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় রাতের আঁধারে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আাওয়ামী লীগের মিছিলের ঘটনাকে কেন্দ্র করে মামলা দায়ের হয়েছে। এতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খানসহ ১৩৮ জনকে আসামি করা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) সকালে আনোয়ারা থানার এসআই (নিরস্ত্র) মো. আবুল বাশার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

Manual1 Ad Code

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, আনিসুজ্জামান চৌধুরী রনি (৫২), রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম, প্রকাশ পি.এস সায়েম (৩৮), এম এ কাইয়ুম শাহ (৪৭), রেজাউল করিম অনিস (৪৩), অসীম কুমার দেব (৪৮), আমিন শরীফ (৫০), মাষ্টার মো. ইদ্রিচ (৬০), ইয়াছিন হিরু (৫০), কাজী মোজাম্মেল হক (৫৮), মহসিন আলম (৪২), নজরুল ইসলাম (৪০), বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ (৪৫), রাশেদ নেওয়াজ ছুট্ট মেম্বার (৫২), শিহাবুজ্জামান প্রকাশ সিহাব উদ্দিন (৩৫), জাফর উদ্দিন চৌধুরী প্রকাশ ভিপি জাফর (৬০), ছগির আহমদ আজাদ (৫২), শাহাজাদা এস এম মহিউদ্দিন (৫৫), ইমরান হোসেন বাবু প্রকাশ পিএস বাবু (৩৮), জসিম উদ্দিন আমজাদি (৫৫), এম এ হান্নান চৌধুরী মঞ্জু (৬৫), অজিজুল হক চৌধুরী নসু (৫৫), সাজিয়া সুলতানা (মহিলা মেম্বার) (৪০), রনি বল (৩৬)।

Manual1 Ad Code

এই মামলায় ৬৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ৬০ থেকে ৭০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Manual3 Ad Code

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে পুলিশ কাছে খবর আসে আনোয়ারা উপজেলার ১১ নম্বর জুঁইদণ্ডী ইউনিয়নের চৌমুহনী বাজার এলাকায় আব্দুল কাদের এর বাড়ির সামনে স্লোগান দিয়ে আশপাশের এলাকায় মিছিল করছেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনে নেতাকর্মীরা। এসময় অনেকের হাতে দেশীয় অস্ত্রশস্ত্র ছিল। খবর পেয়ে রাত ৯টা ৫ মিনিটের দিকে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলে অংশগ্রহণকারীরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশ। উদ্ধার করা হয় ২০টি কাঠের লাঠি, দুটি দেশীয় তৈরি লোহার দা এবং আট পিস লোহার টুকরো।

Manual6 Ad Code

মামলার দায়েরের বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, এসআই আবুল বাশারের কাছ থেকে অভিযোগ পেয়ে শনিবার সকালে মামলাটি দায়ের করা হয়। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

শেয়ার করুন