Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, নিহত ১

admin

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫ | ০৭:০৭ অপরাহ্ণ | আপডেট: ০৫ নভেম্বর ২০২৫ | ০৭:০৭ অপরাহ্ণ

ফলো করুন-
চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, নিহত ১

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
জনসংযোগ চলাকালে চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় গুলিবিদ্ধ হয়েছেন তিনি। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার হামজারবাগ এলাকায় এ ঘটনা ঘটে। এসময় গুলিতে আরও কয়েকজন আহত হয়েছেন। পরে এরাশাদ উল্লাহকে উদ্ধার করে তাকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual6 Ad Code

অন্যদিকে গুলিতে একজন নিহতের খবর পাওয়া গেছে।

Manual6 Ad Code

ইত্তেফাকের নির্ভরশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ওই সূত্রটি বলছে, গুলিতে নিহত হওয়া ব্যক্তি নাম সারোয়ার বাবলা।
অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপির মিডিয়া সেলের এক পোস্টে এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ওই পোস্টে বলা হয়েছে, ‘চট্টগ্রামের হামজারবাগ এলাকায় গণসংযোগ চলাকালে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায় এবং পায়ে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।’

Manual7 Ad Code

শেয়ার করুন