Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

চমক রেখে কোপার শক্তিশালী দল ঘোষণা আর্জেন্টিনার

admin

প্রকাশ: ২১ মে ২০২৪ | ০৭:৩১ অপরাহ্ণ | আপডেট: ২১ মে ২০২৪ | ০৭:৩১ অপরাহ্ণ

ফলো করুন-
চমক রেখে কোপার শক্তিশালী দল ঘোষণা আর্জেন্টিনার

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্ক:
আগামী ২১ জুন পর্দা উঠবে কোপা আমেরিকার ৪৮তম আসরের। এই আসরে ল্যাটিন আমেরিকা ছাড়াও উত্তর আমেরিকার ছয়টি দেশ অংশ নিচ্ছে। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে কনমেবল। এরই মধ্যে দল ঘোষণা করেছে বেশকিছু দল। এই আসরকে সামনে রেখে ২৯ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা।

Manual7 Ad Code

কোপা আমেরিকার আগে যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির শিষ্যরা। যার একটিতে প্রতিপক্ষ ইকুয়েডর এবং অন্যটি গুয়েতেমালার বিপক্ষে। প্রীতি এই দুই ম্যাচ ও কোপা আমেরিকা সামনে রেখে ২৯ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তবে প্রীতি ম্যাচ শেষে এখান থেকে বাদ পড়বেন তিন ফুটবলার।

Manual5 Ad Code

আলবিসেলেস্তেদের ঘোষিত শক্তিশালী দলে আছেন অভিজ্ঞ লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, নিকোলাস ওটামেন্ডিরা। চোট থাকলেও দলে জায়গা পেয়েছেন নাহুয়েল মলিনা, মার্কোস আকুইনা, এনজো ফার্নান্দেজ। এছাড়া দলে বড় চমক তালির ক্লাব মোনজায় খেলা ১৯ বছরের তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার ভ্যালেন্টিন কারবোনি।

আগামী ৯ জুন শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে ইকুয়েডরের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এরপর ১৪ জুন ওয়াশিংটন ডিসিতে গুয়েতেমালার বিপক্ষে আলবেসেলিস্তাদের দ্বিতীয় ম্যাচ। আগামী ২০ জুন থেকে যুক্তরাষ্ট্রে আসর বসবে কোপা আমেরিকার। যেখানে কোপার শুরুর দিনেই ম্যাচ রয়েছে মেসি– ডি মারিয়াদের। গ্রুপ ‘এ’-তে বাকি তিন সঙ্গী কানাডা, চিলি ও পেরু।

Manual3 Ad Code

কোপায় আর্জেন্টিনা কানাডার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ২০ জুন, আটালান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম। ২৫ জুন নিউজার্সিতে দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ চিলি। আর ২৯ জুন মায়ামির হার্ড রক স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ প্রতিপক্ষ পেরু।

Manual4 Ad Code

আর্জেন্টিনার কোপা আমেরিকার দল:
গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি, জেরেমিনো রুল্লি, এমিলিয়ানো মার্টিনেজ।
ডিফেন্ডার: গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মলিনা, লিওনার্দো বেলার্ডি, ক্রিস্টিয়ানো রোমেরো, জার্মান পেজেল্লা, লুকাস কুয়ার্টা, নিকোলাস ওটামেন্ডি, লিয়ান্দ্রো মার্টিনেজ, মার্কোস অ্যাকুইনা, নিকোলাস ত্যাগলিয়াফিকো, ভ্যালেন্টিন বার্কো।
মিডফিল্ডার: গুইদো রদ্রিগেজ, লিয়ান্দ্রো পারদেস, ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পল, এক্সিকুয়েল প্যালাসিওস, এনেজো ফার্নান্দেজ, জিওভান্নি লো চেলসো, ভ্যালেন্টিন কারবোনি।
ফরোয়ার্ড: ডি মারিয়া, লিওনেল মেসি, অ্যাঞ্জেল কোরেইরা, আলেজান্দ্রো গার্নাচো, নিকোলাস গঞ্জালেস, লওতারো মার্টিনেজ, হুয়ান আলভারেজ।

শেয়ার করুন