চাচাতো ভাইয়ের হাতে প্রাণ গেল নুরুলের

Daily Ajker Sylhet

admin

৩১ মার্চ ২০২৪, ০৮:০৭ অপরাহ্ণ


চাচাতো ভাইয়ের হাতে প্রাণ গেল নুরুলের

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেট কোম্পানীগঞ্জে চাচাতো ভাইয়ের হাতে খুন হলেন নুরুল আলম (২৫) নামের আরেক চাচাতো ভাই। শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের ধলাই নদী সংলগ্ন নয়াগাঙেরপাড় গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

তিনি নয়াগাঙেরপাড় গ্রামের আব্দুল আজিদ কালাইর ছেলে।

স্থানীয়রা ও নিহতের স্বজনরা জানান, ধলাই নদী থেকে বালু উত্তোলনের জন্য স্থানীয় নয়াগাঙেরপাড়ের এই রাস্তা দিয়ে ট্রাক্টর আসা যাওয়া করে বিনিময়ে ট্রাক্টর প্রতি ডাইবেশন থেকে ১০০ টাকা তুলেন নুরুল ও তার চাচাতো ভাইয়েরা। শনিবার সন্ধ্যায় নুরুল তার চাচাতো ভাই আখতারের নিকট ভাগের টাকা চাওয়ায় কথাকাটির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে গাছের ডাল দিয়ে নুরুলের মাথায় ও ঘাড়ে উপুর্যুপরি আঘাত করেন আখতার। পরে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা নুরুলকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে অবস্থা গুরুতর হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়। রাত ৩টার দিকে কর্তব্যরত ওসমানী হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমদ জানান, প্রাথমিক অবস্থায় জানা গেছে রাস্তার ডাইবেশনের টাকা ভাগাভাগি নিয়ে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এখনো কোন অভিযোগ পাইনি। তবে অপরাধীদের ধরতে পুলিশের অভিযান চলছে।

Sharing is caring!