Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

চা বাগানে স্কুলছাত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

admin

প্রকাশ: ০৭ মে ২০২৩ | ০৭:১১ অপরাহ্ণ | আপডেট: ০৭ মে ২০২৩ | ০৭:১১ অপরাহ্ণ

ফলো করুন-
চা বাগানে স্কুলছাত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

Manual2 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে ৬ বছর বয়সী এক শিশু ধর্ষণে শিকার হয়েছে। এঘটনায় স্থানীয় ইউপি সদস্য অভিযুক্তকে থানায় সোপর্দ করলে তাকে গ্রেফতার দেখানো হয়।

Manual4 Ad Code

নির্যাতনে শিকার শিশুর মা বাদি হয়ে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় শমশেরনগর চা বাগনের ৬ নম্বর টিলায় এ ঘটনা ঘটে।

ধর্ষণে শিকার শিশু মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

Manual5 Ad Code

স্থানীয়রা জানান, শমশেরগর চা বাগানের ৬ নম্বর টিলার সানমুন্না রেলীর ছেলে দিপু রেলী (১৭) তার ঘরে কাজের কথা বলে ডেকে নিয়ে পার্শ্ববর্তী ঘরের ৬ বছর বয়সের জনৈক শিশুকে ধর্ষণ করে। এর কিছুক্ষণ পরে শিশুটি রক্তাক্ত অবস্থায় ফেরত এসে হাল্লা চিৎকার করে কান্নাকাটি শুরু করে। তখন পাশের ঘরের লোকজন স্থানীয় ইউপি সদস্য ইয়াকুব মিয়ার কাছে নিয়ে গেলে তিনি শিশুসহ ধর্ষক দিপু রেলীকে থানায় নিয়ে যান। পরে ধর্ষণের শিকার শিশুর মা বাদি হয়ে কমলগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এঘটনায় দিপু রেলীকে গ্রেফতার দেখানো হয়। ধর্ষিত শিশুটি স্থানীয় ব্র্যাক স্কুলের ২য় শ্রেণির ছাত্রী।

Manual2 Ad Code

শমশেরনগর চা বাগানের স্থানীয় ইউপি সদস্য মো. ইয়াকুব মিয়া জানান, রাস্তায় খেলাধুলা করছিল শিশুটি। এ সময় ছেলেটি শিশুকে ঘরে কাজ করার কথা বলে নিয়ে যায়। কিছুক্ষণ পর শিশুটি বাড়িতে ফিরে যন্ত্রণায় ছটফট করতে থাকে। একপর্যায়ে শিশুটি পরিবারের লোকজনকে ধর্ষণের বিষয়টি জানালে তাকে মৌলভীবাজার হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরে ধর্ষক দিপুকে থানা পুলিশের কাছে সোপর্দ করি।

কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, এঘটনায় নির্যাতিত শিশুর মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত দিপুকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

Manual2 Ad Code

 

শেয়ার করুন