Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

‘চিকিৎসায় রেসপন্স’ করছেন খালেদা জিয়া

admin

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫ | ০৯:৩৬ অপরাহ্ণ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ | ০৯:৩৯ অপরাহ্ণ

ফলো করুন-
‘চিকিৎসায় রেসপন্স’ করছেন খালেদা জিয়া

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual4 Ad Code

ঢাকার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা একই রকম আছে, তবে তিনি ‘চিকিৎসায় রেসপন্স’ করছেন বলে চিকিৎসকের বরাত দিয়ে দলের পক্ষ থেকে বিবিসি বাংলাকে জানানো হয়েছে।চিকিৎসকদের একটি সূত্র বলছে, ডাকলে মাঝে মধ্যে সাড়া দিতে শুরু করেছেন হাসপাতালে চিকিৎসকদের ‘নিবিড় পর্যবেক্ষণে’ থাকা খালেদা জিয়া। এ পরিস্থিতিকে চিকিৎসকরা গত তিন দিনের চেয়ে আশাব্যঞ্জক বলে মনে করছেন।

সাবেক এই প্রধানমন্ত্রী নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হলে গত রোববার জরুরি ভাবে হাসপাতালে নেওয়ার পর থেকেই চিকিৎসাধীন আছেন।

তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন, ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।

Manual5 Ad Code

এরপর বুধবার থেকে তার অবস্থার অবনতি ঘটে এবং বৃহস্পতিবার রাতে চিকিৎসকদের পক্ষ থেকে দলের শীর্ষ নেতৃত্বকে জানানো হয় যে, বেগম খালেদা জিয়ার অবস্থা ‘সংকটময়’, যা শুক্রবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।

Manual5 Ad Code

তবে দলীয় প্রধানের অসুস্থতার কারণে বিজয় দিবস উপলক্ষে পহেলা ডিসেম্বর থেকে পনেরই ডিসেম্বর পর্যন্ত ‘মশাল রোড শো’সহ বিজয় দিবসের সব কর্মসূচি স্থগিত করে মিসেস জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার দল বিএনপি।

আগামী পহেলা ডিসেম্বর চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মশাল রোড শোর মাধ্যমে বিএনপির বিজয়ের মাস উদ্‌যাপন কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল।

Manual2 Ad Code

১৬ই ডিসেম্বর বিজয় দিবসে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে মহাসমাবেশ অনুষ্ঠানের মধ্য দিয়ে রোড শো শেষ হওয়ার কথা ছিল।

শেয়ার করুন