Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

চীনের মধ্যস্থতায় জোড়া লাগছে ইরান-সৌদি সম্পর্ক

admin

প্রকাশ: ১১ মার্চ ২০২৩ | ০৭:০৬ পূর্বাহ্ণ | আপডেট: ১১ মার্চ ২০২৩ | ০৭:০৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
চীনের মধ্যস্থতায় জোড়া লাগছে ইরান-সৌদি সম্পর্ক

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক:
চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক পুনর্বহাল করতে একমত হয়েছে। চীনের রাজধানী বেইজিংয়ে এ বিষয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। চুক্তির আওতায় দেশ দুটি তেহরান ও রিয়াদে নিজ নিজ দূতাবাস খুলবে।

ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক ছিন্ন হওয়ার সাত বছর পর দুই দেশ আবার সম্পর্ক পুনর্বহাল করতে রাজি হলো। খবর ইরনার।

Manual4 Ad Code

শুক্রবার এই চুক্তি সইয়ের আগে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি এবং সৌদি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুসাইদ আল-আইবানের মধ্যে বেইজিংয়ে কয়েক দিন ধরে দীর্ঘ আলোচনা হয়।

Manual5 Ad Code

দুই দেশের মধ্যে চুক্তির পর ইরান, সৌদি আরব এবং চীন যৌথ একটি বিবৃতি দিয়েছে। গত মাসে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি চীন সফর করেন এবং সেই সময় দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তিনি বৈঠক করেন।

Manual4 Ad Code

এর পর ইরান ও সৌদি আরবের মধ্যে এ চুক্তি হলো। চুক্তি সইয়ের ক্ষেত্রে চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় পররাষ্ট্রবিষয়ক কমিশনের পরিচালক ওয়াং ই বিশেষ ভূমিকা রাখেন।

 

Manual8 Ad Code

শেয়ার করুন