চুনারুঘাটে ১৭ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

Daily Ajker Sylhet

admin

১৩ জুলা ২০২৪, ০৪:১৬ অপরাহ্ণ


চুনারুঘাটে ১৭ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

চুনারুঘাট সংবাদদাতা:
হবিগঞ্জের চুনারুঘাটে ১৭ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার মো. নুরুল ইসলাম (৪২) উপজেলার ৮ নম্বর সাঁটিয়াজুড়ী ইউপির পনারগাঁও গ্রামের আ. গফুরের পুত্র।

এক বিজ্ঞপ্তিতে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় সাংবাদিকদের জানিয়েছেন, শুক্রবার দুপুরে চুনারুঘাট থানার একদল পুলিশ উপজেলার উবাহাটা এলাকায় গোপন সূত্রে একটি ব্যাটারি চালিত অটোরিকশায় অভিযান চালিয়ে ১৭ কেজি গাঁজাসহ কারবারি নুরুল ইসলাম গ্রেপ্তার করে। এব্যাপারে চুনারুঘাট থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

এ অভিযানে গাঁজা কারবারি নুরুল ইসলামের অপর সহযোগী পালিয়ে যায় বলে থানার ওসি জানিয়েছেন। পালিয়ে যাওয়া অপর সহযোগীকে ধরতে থানার পুলিশ তৎপর রয়েছে।

Sharing is caring!