চুরাশি লাখ টাকার চোরাই পণ্য জব্দ করলো বিজিবি
০৩ ডিসে ২০২৪, ০৪:০৬ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার:
সিলেট ও সুনামগঞ্জ জেলা বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ৮৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৪৮ বিজিবি’র একাধিক টহল টিম সোম ও মঙ্গলবার (২ ও ৩ ডিসেম্বর) এসব অভিযান চালায়।
বিজিবি সূত্র জানায়, গত দুদিন তাদের ৪৮ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, সোনারহাট, সংগ্রাম, তামাবিল, প্রতাপপুর, পান্থুমাই, দমদমিয়া, লাফার্জ, উৎমা, বিছনাকান্দি, কালাসাদেক, কালাইরাগ এবং পাথরকোয়ারী বিওপি’র জোয়ানরা অভিযান পরিচালনা করে ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ চিনি, ফেসওয়াশ, ক্রিম, কম্বল, মেহেদী, চা পাতা, জিরা, সাবান, গরু, মহিষ, সিগারেট এবং মদ ও ফেন্সিডিল জব্দ করে।
এসময় বাংলাদেশ হতে ভারত পাচারকালে বিপুল পরিমাণ রসুন ও শিং মাছসহ আরও বিভিন্ন পণ্য জব্দ করে বিজিবি। এছাড়া চোরাচালানের কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী ১টি নৌকাও জব্দ করা হয়। জব্দকৃত চোরাই পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮৪ লাখ ১৬ হাজার ৭৪০ টাকা।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) জানিয়েছেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালন ঠেকাতে এমন অভিযান অব্যাহত থাকবে।