চ্যাম্পিয়নস লিগে বড় জয় বার্সেলোনার
০২ অক্টো ২০২৪, ১২:৪০ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার:
হার দিয়ে এবারের চ্যাম্পিয়নস লিগ শুরু করেছিল বার্সেলোনা। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে বড় জয়ের দেখা পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা। সুইজারল্যান্ডের ক্লাব ইয়াং বয়েজকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে কাতালানরা। ম্যাচে জোড়া গোল করেন রবার্ট লেভানডভস্কি।
মঙ্গলবার (০১ অক্টোবর) দিবাগত রাতে ঘরের মাঠে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বার্সা। ম্যাচের ৮ মিনিটে প্রথম গোলের দেখা পায় তারা। রাফিনিয়ার অ্যাসিস্ট থেকে গোল করে দলকে এগিয়ে দেন লেভানডভস্কি।
অ্যাসিস্টের পর ম্যাচের ৩৪ মিনিটে স্কোরশিটে নাম লেখান রাফিনিয়া। কর্নার থেকে আসা বলে বাম পায়ের শট বল জালে জড়ান এই ব্রাজিলিয়ান। এরপর ৩৭ মিনিটে গোল করেন ইনিগো। ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।
বিরতি থেকে ফিরে আরও দুই গোলের দেখা পায় বার্সা। ম্যাচের ৫১ মিনিটে জোড়া পূর্ণ করেন লেভানডভস্কি। আর ৮১ মিনিটে আত্মঘাতী গোল করে বসে ইয়াং বয়েজের মোহামেদ আলী কামার। এতেই ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।