ছাতকে রেলের পাশে দুটি মানব ভ্রূণ উদ্ধার করেছে পুলিশ
৩০ অক্টো ২০২৩, ০৪:২২ অপরাহ্ণ
ছাতক প্রতিনিধি:
ছাতকে গোবিন্দগঞ্জ পয়েন্টের রেল লাইনের পাশে পরিত্যাক্ত অবস্থায় ২টি মানব ভ্রূণ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকার শিংগুয়া নামক স্থানে রেললাইনের পাশে দুটি মানব ভ্রূণ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন ছাতক থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে মানব ভ্রূণ দুটি উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে ছাতক থানার ওসি শাহ্ আলম বলেন, ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়া ভ্রূণদুটির বয়স মাস ৪-৫ মাসের হবে। তবে হাসপাতালে পরীক্ষা নিরিক্ষা শেষে নিশ্চিত করে বলা যাবে সেটির বয়স কত হবে।
তাছাড়া রেলের পাশে ভ্রূণদুটি কেবা কারা রেখে গেছেন তার পরিচয় এখনও পাওয়া যায়নি। এ বিষয়ে পুলিশ কাজ করছে।