ছাতকে লায়েক হত্যা: আরো ৩ আসামির জামিন নামঞ্জুর

Daily Ajker Sylhet

admin

১৭ মে ২০২৩, ০৬:৩৪ অপরাহ্ণ


ছাতকে লায়েক হত্যা: আরো ৩ আসামির জামিন নামঞ্জুর

ছাতক প্রতিনিধি:
ছাতকে লায়েক মিয়া হত্যা মামলায় আরো ৩ জন আসামিকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন বুধবার আসামিদের জামিন আবেদন না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

মামলার ৩ আসামি হলেন- শহরের হাসপাতাল রোড এলাকার মুজিবুর রহমানের পুত্র ইশতিয়াক রহমান তানভীর, বাগবাড়ি গ্রামের আব্দুল কাহার রঞ্জু মিয়ার পুত্র সাদমান মাহমুদ সানি, কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রামের উস্তার আলীর পুত্র আলা উদ্দিন। ওই তিন আসামি উচ্চ আদালতের ৬ সপ্তাহের জামিনে ছিলেন।

২৮ মার্চ ২৩ ইং মঙ্গলবার রাতে ছাতকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হন মন্ডলীভোগ-জংলিগড় এলাকার বাসিন্দা মৃত আবদুল মান্নানের পুত্র লায়েক মিয়া। এ ঘটনায় ৩১ মার্চ শুক্রবার রাতে ছাতক থানায় ১৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা (নং২৫) দায়ের করেন মৃত লায়েক মিয়ার ভাই আজিজুল ইসলাম।

ওই মামলায় এজাহার ভুক্ত আসামি ইশতিয়াক রহমান তানভীর, সাদমান মাহমুদ সানি ও আলা উদ্দিন। মামলায় উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলে বুধবার তারা জেলা ও দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করেন।আদালত তাদের জামিন আবেদন না মঞ্জুর করেছেন।

লায়েক মিয়া হত্যা মামলায় আরো ৩ আসামি জেল হাজতে রয়েছেন।

সুনামগঞ্জ আদালতের আইনজীবী এডভোকেট হুমায়ুন মঞ্জুর চৌধুরী ৩ জন আসামির জামিন আবেদন না মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Sharing is caring!