জকিগঞ্জে অর্ধ কোটিরও বেশি টাকার ভারতীয় চিনি জব্দ

Daily Ajker Sylhet

admin

৩১ জুলা ২০২৪, ০৬:৫০ অপরাহ্ণ


জকিগঞ্জে অর্ধ কোটিরও বেশি টাকার ভারতীয় চিনি জব্দ

জকিগঞ্জ সংবাদদাতা:
সিলেটে একের এক জেলা পুলিশের জালে ধরা পড়ছে ভারতীয় চোরাই চিনি। এবার সিলেটের জকিগঞ্জে সাড়ে অর্ধ কোটিরও বেশি টাকার চোরাই চিনি জব্দ করেছে থানাপুলিশ।

জেলাপুলিশের মিডিয়া সেল জানায়, মঙ্গলবার (৩০ জুলাই) রাত ৮টার দিকে জকিগঞ্জ থানাপুলিশের টিম উপজেলার বারহাল ইউনিয়নের শাহগলি বাস স্ট্যান্ড এলাকার বুরহানপুর গ্রামে সিলেট-জকিগঞ্জ সড়কে ৩টি ট্রাকে তল্লাশি চালিয়ে ১০৫৪ বস্তায় ৫২ হাজার ৭০০ কেজি চিনি জব্দ করে। এসবের বাজারমূল্য সাড়ে ৬৩ লাখ টাকা।

 

অভিযানাকালে তিনজনকে চালককে চালক-হেলপারকে আটক করে পুলিশ। তারা হলেন- কুমিল্লা জেলার দেবীদ্ধার থানার উজানজোড়া গ্রামের সুলতান মোল্লার ছেলে পারভেজ মোশাররফ (২৯), পাবনা জেলার আতাইকুলা গ্রামের কাছারপুর গ্রামের বিলাত আলী মন্ডলের ছেলে মো. সোলাইমান মন্ডল (৩২) ও ভোলা জেলার বুরহান উদ্দিন থানার উত্তর ভাটামারা গ্রামের মো. হানিফের ছেলে মো. বেলাল হোসেন (৩২)।

পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

Sharing is caring!